আর্কাইভ থেকে ফুটবল

মারাকানায় পেলেকে ছাড়িয়ে যাবার সুযোগ মেসির

মারাকানায় পেলেকে ছাড়িয়ে যাবার সুযোগ মেসির

রোববার (১১ জুলাই) ভোরে রিও ডি জেনিরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে নির্ধারিত হবে কোপা আমেরিকা বিজয়ীর নাম। তবে শিরোপা লড়াই ছাপিয়ে অন্য এক অর্জনের সামনে দাঁড়িয়ে লিওনেল মেসি। মারাকানায় মাত্র ১ গোল করলেই স্পর্শ করবেন ব্রাজিলিয়ান কিংবদন্তী পেলের রেকর্ড। ২ গোলে পেলের মাঠেই ছাড়িয়ে যাবেন পেলেকে।

লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে নিজ জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত সর্বোচ্চ গোলের মালিক হলেন পেলে। ৯২ ম্যাচ খেলে ৭৭টি গোল করেছেন পেলে। মেসি জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত খেলেছেন ১৫০ ম্যাচ। গোল করেছেন ৭৬টি। অর্থাৎ পেলেকে স্পর্শ করতে মেসির প্রয়োজন ১ গোল। 

পেলেকে স্পর্শের ভালোই সম্ভাবনা রয়েছে চলতি টুর্নামেন্টে আকাশি-নীল জার্সিতে উড়তে থাকা মেসির সামনে। কারণ চলতি আসরে দলের করা ১১ গোলের ৯টিতেই সরাসরি অবদান এই ক্ষুদে জাদুকরের। যেখানে ৪ গোলের পাশাপাশি রয়েছে ৫ এসিস্ট। কোপা আমেরিকা ক্যারিয়ারে এখন পর্যন্ত এটাই মেসির সেরা আসর।
 
এর আগে সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামার সাথে সাথে দেশটির হয়ে সর্বোচ্চ (১৫০) ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন মেসি। গোল করিয়ে ভেঙেছেন এক আসরে সর্বোচ্চ এসিস্টের রেকর্ড (৫)। প্রথম কোন আর্জেন্টাইন ফুটবলার হিসেবে খেলছেন কোপা আমেরিকার ৬টি আসর (২০০৭-২০২১)।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন মারাকানায় | পেলেকে | ছাড়িয়ে | যাবার | সুযোগ | মেসির