আর্কাইভ থেকে ফুটবল

মেসি-নেইমারের সঙ্গে লড়াইটা দুই মাস্টারমাইন্ডেরও

মেসি-নেইমারের সঙ্গে লড়াইটা দুই মাস্টারমাইন্ডেরও

কোপা আমেরিকায় টানা দ্বিতীয় শিরোপা জয়ের হাতছানি তিতের সামনে। আর লিওনেল স্কালোনির হাত ধরে ২৮ বছরের আক্ষেপ ঘুচানোর অপেক্ষায় আলবিসেলেস্তেরা। ফাইনালের মহারণের আগে জেনে নেয়া যাক দুই কোচের পরিসংখ্যান।
 
সুপার ক্লাসিকোয় মাঠের লড়াইয়ে থাকবেন মেসি-নেইমাররা। আর ডাগআউটে দুই কোচ তিতে-স্কালোনি। বয়সের মতো অভিজ্ঞতায়ও এগিয়ে তিতে। তবে স্কালোনির কৌশলের কেন্দ্রে রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।  

ফুটবল শুধু একটা খেলা নয়। যেখানে জড়িয়ে আছে আবেগ-অনুভূতি। রয়েছে অনেক জ্যামিতিক হিসাব-নিকাশ। যার উপর নির্ভর করে প্রতিটি দলের সাফল্য। যে অঙ্ক মেলাতে ডাগ আউটে ঘাম ঝড়াতে হয় মাস্টার মাইন্ডদের। 

কোপা আমেরিকা ফাইনালের আগে মেসি-নেইমারদের মতো তাই আলোচনায় তিতে-স্কালোনি। ব্রাজিলকে টানা দ্বিতীয়বারের মতো শিরোপার মঞ্চে তুলেছেন 'দ্যা প্রফেসর'। আর লিওনেল স্কালোনির হাত ধরে ২৮ বছরের শিরোপা খরা কাটানোর স্বপ্নে বিভোর আর্জেন্টিনা।

মাত্র ২৭ বছর বয়সে ইনজুরির কারণে ফুটবলার পরিচয়কে বিদায় বললেও ফুটবলকে ছাড়তে পারেননি তিতে। যেখানে স্কালোনির আছে আর্জেন্টিনার জার্সিতে খেলার সুখস্মৃতি। তিতের প্রেসিং ফুটবল আর স্কালোনির ভরসায় লিওনেল মেসি।

বয়সের মতো ফুটবলীয় অভিজ্ঞতাতেও এগিয়ে তিতে। ৩১ বছরের কোচিং ক্যারিয়ারে জাতীয় দল ছাড়াও সামলেছেন ১৩ ক্লাবের দায়িত্ব। ২০১৬ তে কার্লোস দুঙ্গা বরখাস্ত হলে সেলেসাওদের দায়িত্ব নেন তিতে। বিপরীতে ২০১৮ তে আলবিসেলেস্তেদের হাত ধরেই হেড কোচের পদে প্রথমবারের মতো আসীন হোন স্কালোনি। এর আগে সেভিয়া আর আর্জেন্টিনার সহকারী কোচের ভূমিকায় ছিলেন এই ট্যাকটিশিয়ান।

এখনো শিরোপার স্বাদ নেয়া হয়নি আর্জেন্টিনাকে বদলে দেয়া স্কালোনির। বিপরীতে বেশ সমৃদ্ধ ক্যারিয়ার তিতের। ২০১৯ কোপা আমেরিকা, ক্লাব বিশ্বকাপসহ জিতেছেন আট শিরোপা। দুই কোচের লড়াইয়েও এগিয়ে ব্রাজিল কোচ। ৩ বারের দেখায় তিতের দুই জয়ের বিপরীতে এক জয় স্কালোনির। 
 
তিতের অধীনে ৬০ ম্যাচ খেলেছেন নেইমার, সিলভারা। জিতেছেন ৪৫ ম্যাচ। জয়ের হার ৭৫ শতাংশ। এখানেও পিছিয়ে স্কালোনি। তার অধীনে ৫৮ দশমিক আট দুই শতাংশ ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। ৩৪ ম্যাচে সংখ্যাটা ২০।

যেই কোপা আমেরিকা নিয়ে এতো আলোচনা। সেখানে রেকর্ডের হাতছানি তিতের। শিরোপা উৎসব করে সাবেক কোচ মারিও জাগালোর ১২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড টপকে যাওয়ার হাতছানি দ্যা প্রফেসরের। অন্যদিকে চলতি টুর্নামেন্টে এখনও হারেনি আর্জেন্টিনা। 

তবে দিনশেষে তিতে-স্কালোনিকে তাকিয়ে থাকতে হবে মেসি-নেইমারদের দিকেই। সবুজ গালিচায় স্বপ্ন পূরণের কারিগর যে তারাই। 

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন মেসিনেইমারের | সঙ্গে | লড়াইটা | দুই | মাস্টারমাইন্ডেরও