আর্কাইভ থেকে জাতীয়

বিধিনিষেধ আরো বাড়বে কিনা, জানালেন নৌপ্রতিমন্ত্রী

বিধিনিষেধ আরো বাড়বে কিনা, জানালেন নৌপ্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী ১৪ তারিখ পর্যন্ত কঠোর বিধিনিষেধের সময়সীমা আছে। যেহেতু আমাদের টেকনিক্যাল- পরামর্শক কমিটি আছে, তারা যদি মনে করেন বিধিনিষেধ এগিয়ে নেয়া দরকার, তাহলে এগিয়ে নিতে হবে। তবে সবকিছুই নির্ভর করছে পরিস্থিতির ওপর।

রোববার  বিকেলে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে নৌ-সেক্টরে করোনা ভ্যাকসিন দেয়ার বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

ঈদের আগে গণপরিবহন চলবে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, জরুরি সেবার অংশ হিসেবে স্বাস্থ্যবিধি মেনে ফেরি চলাচল অব্যাহত থাকবে। যদি বিধিনিষেধ চলমান থাকে, তাহলে সেই সুযোগ নেই। আর যদি বিধিনিষেধ প্রত্যাহার করা হয়, তাহলে কীভাবে... সীমিত আকারে হলে সীমিত আকারে গণপরিবহন চলবে। যদি পুরোপুরি উঠে যায়, তাহলে পুরোপুরি চলবে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী আরো বলেন, চট্টগ্রাম, মোংলা এবং পায়রা বন্দরের সব কর্মীকে অগ্রাধিকার ভিত্তিতে করোনাভাইরাসের টিকা দেওয়া হবে। আগামী বুধবার থেকে এই কার্যক্রম শুরু হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন বিধিনিষেধ | আরো | বাড়বে | কিনা | জানালেন | নৌপ্রতিমন্ত্রী