আর্কাইভ থেকে দুর্ঘটনা

পৃথক সড়ক দুর্ঘটনায় রাজধানীতে নিহত ৩

পৃথক সড়ক দুর্ঘটনায় রাজধানীতে নিহত ৩

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জুলাই) রাত ও সকালে শেরেবাংলা নগর, ভাটারার ছোলমাইদ ও কারওয়ান বাজার এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, নিহতদের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাগুলোকে বিষয়টি জানানো হয়েছে।

নিহতরা হলেন- গরু ব্যবসায়ী বাসেদ (৩২), মোটরসাইকেল চালক রাকিবুল ইসলাম (১৮) ও সবজি ব্যবসায়ী সাইফুল ইসলাম (৫০)।

গরু ব্যবসায়ী বাসেদ নিহত হন রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় গরুর ট্রাক থেকে পড়ে। সোমবার দিবাগত রাত একটার দিকে (১২ জুলাই) এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া দুইটায় তাকে মৃত ঘোষণা করেন।

বাসেদের সহকর্মী রেজাউল করিম বলেন, গাবতলী থেকে ট্রাকে করে গরু নিয়ে আমরা চট্টগ্রাম যাচ্ছিলাম। রাজধানীর  শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে পৌঁছালে গরুর ট্রাক থেকে অসাবধানতাবশত বাসেদ নিচে পড়ে যায়। গুরুতর আহত হন অবস্থায় তাকে ঢামেকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, বাসেদ চাঁপাইনবাবগঞ্জের সদর থানার মোকসেদপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।

রাজধানীর ভাটারার ছোলমাইদ এলাকায় ট্রাকের ধাক্কায় নিহত হন মোটরসাইকেল চালক রাকিবুল ইসলাম (১৮)। সোমবার দিবাগত রাত পৌনে ২টায় তাকে আহত অবস্থায় ঢামেকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক জানান, রাকিবুল আগেই মারা গেছেন।

নিহতের আত্মীয় আক্তার হোসেন বলেন, রাকিবুল মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। পরে ওই ট্রাক তার শরীরের উপর দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, রাকিবুল ছোলমাইদ এলাকার দক্ষিণ খন্দকার বাড়ির রফিক মাতব্বরের সন্তান। চার ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়।সে পেশায় ছিলেন ব্যবসায়ী।

সবজি ব্যবসায়ী সাইফুল ইসলাম (৫০) নিহত হন রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ট্রাকের ধাক্কায়। মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ৮টায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাতো ভাই মিলন বলেন, সাইফুল কারওয়ান বাজারে সবজি কিনতে যাচ্ছিলেন। কারওয়ান বাজার এলাকায় একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। ঢাকা মেডিকেলে নিলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিলন আরও বলেন, সাইফুল কড়াইলবস্তি এলাকায় থাকতেন। বাড়ি রংপুর জেলার কোতোয়ালি থানায়। তিনি তৈয়ব আলীর ছেলে।

তিনটি মৃত্যুর তথ্যই নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে আছে। সংশ্লিষ্ট থানাকে তা অবগত করা হয়েছে।

মুক্তা মাহমুদ

এ সম্পর্কিত আরও পড়ুন পৃথক | সড়ক | দুর্ঘটনায় | রাজধানীতে | নিহত | ৩