আর্কাইভ থেকে এশিয়া

নেচে ভাইরাল ইরানি সেই জুটির ১০ বছর কারাদণ্ড

নেচে ভাইরাল ইরানি সেই জুটির ১০ বছর কারাদণ্ড
ইরানের রাজধানী তেহরানে প্রকাশ্যে নেচেছিলেন আমির মোহাম্মদ আহমাদি (২২) ও তার বাগদত্তা আসতিয়াজ হাকিকি (২১)। পরে সেই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তারা। মুহূর্তেই তা ভাইরাল হয়ে পড়েছিল। এতে আলোচনায় এসেছিলেন আমির ও আসতিয়াজ। পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করে নীতি পুলিশ। এবার সেই যুগলকে সাড়ে ১০ বছর কারাদণ্ড দিলেন ইরানের একটি আদালত। বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, আমির-আসতিয়াজের বিরুদ্ধে দুর্নীতি, যৌনকর্মীদের উৎসাহ, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত এবং সরকারের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণার অভিযোগ আনা হয়েছে। এজন্য তাদের মোট সাড়ে ১০ বছর কারাভোগ করতে হবে। পাশাপাশি ২ বছর সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবেন না তারা। এছাড়া দেশ ছেড়ে কোথাও যেতে পারবেন না এই জুটি। তেহরানের আজাদি টাওয়ারের সামনে নেচে আলোচিত হন আমির ও আসতিয়াজ। দ্য গার্ডিয়ান জানিয়েছে, সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তারা। ফলে ২০২২ সালের নভেম্বরে তাদের গ্রেপ্তার করা হয়। গেলো বছরের সেপ্টেম্বরে পুলিশি হেফাজতে মৃত্যু হয় কুর্দি তরুণী মাহশা আমিনির। তার বিরুদ্ধে হিজাব না পরার অভিযোগ আনা হয়।  এই মৃত্যু ঘিরে ইরানজুড়ে তুমুল বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতাকে দমাতে কঠোর হয় সরকারও। এতে অনেককেই কারাদণ্ড দেয়া হয়। নিহত হন কয়েক’শ লোক। তবে আমির ও আসতিয়াজের নাচের ভিডিওর সঙ্গে ইরানে চলমান বিক্ষোভের কোনো যোগসূত্র নেই। তবু তাদের বিরুদ্ধে জাতীয় গুরুতর অভিযোগ আনা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন নেচে | ভাইরাল | ইরানি | জুটির | ১০ | বছর | কারাদণ্ড