আর্কাইভ থেকে দেশজুড়ে

ভোট দিয়ে উকিল সাত্তার বললেন ‘জয় নিশ্চিত’

ভোট দিয়ে উকিল সাত্তার বললেন ‘জয় নিশ্চিত’
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে আলোচিত প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূঁইয়া ভোট দিয়েছেন। আজ বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৩৫ মিনিটে তিনি তার গ্রাম সরাইলের অরুয়াইলের পরমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। এসময় সাত্তার ভূঁইয়া বলেন, ইভিএমে ভোট দিতে পেরে ভালো লাগছে। আমি জয়ের ব্যাপারে নিশ্চিত। জয়লাভ করলে এলাকার বাকি কাজগুলো সমাপ্ত করবো ইনশাআল্লাহ। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম জানান, শান্তিপূর্ণভাবে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে ভোটগ্রহণ চলছে। সকালে ভোটারদের সংখ্যা একটু কম থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়ছে। তিনি আরও বলেন, প্রতিটি কেন্দ্রেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে আছেন। ভোটগ্রহণ নিরাপদ এবং নির্বিঘ্ন করতে ১ হাজার ১০০ পুলিশ সদস্য, ১ হাজার ৫৮৪ জন আনসার সদস্য, ৪ প্লাটুন বিজিবি সদস্য এবং র‍্যাবের ১০টি টিম কাজ করছে। এছাড়া ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং দুইজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন ভোট | দিয়ে | উকিল | সাত্তার | জয় | নিশ্চিত