আর্কাইভ থেকে ক্রিকেট

নিউজিল্যান্ডকে রানের পাহাড়ে ডুবিয়ে ভারতের সিরিজ জয়

নিউজিল্যান্ডকে রানের পাহাড়ে ডুবিয়ে ভারতের সিরিজ জয়
প্রথম দুই ম্যাচে একটি করে জয় পেয়েছিল দুই দল। তাই সিরিজের শেষ টি-টুয়েন্টি ছিল সিরিজ নির্ধারণের অঘোষিত ফাইনাল। এমন ম্যাচে ১৬৮ রানের বড় জয় তুলে নিল স্বাগতিক ভারত। টচ জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২৩৪ রানের পাহাড় গড়ে ভারত। জবাবে মাত্র ৬৬ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস।   আজ বুধবার টচ জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অধিনায়ক হৃদিক পান্ডিয়া। শুরুতেই হোচ খায় স্বাগতিকরা। কিন্তু এরপর তাণ্ডব শুরু করে শুভমন গিল। ৬৩ বল খেলে ১২ টি চার ও ৭ টি ছক্কার সাহায্যে করেন ১২৬ রানে অপরাজিত থাকেন তিনি। তিন নম্বরে নেমে ভাল খেললেন রাহুল ত্রিপাঠিও। ২২ বলের ইনিংসে তাঁর ব্যাট থেকে চারটি বাউন্ডারি এবং তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে করেন ৪৪ রান। নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২৩৪ রানের পাহাড় গড়ে ভারত।   জবাবে খেলতে নেমে কিউইরা ছিলেন যাওয়া আসার মধ্যে। ড্যারিল মিচেলের ৩৫ বলে ২৫ রানের ইনিংস ব্যাতীত ব্যর্থ ছিলেন সবাই। ভারতের অধিনায়ক হৃতিক একাই সংগ্রহ করেন সর্বচ্চো ৪ টি উইকেট।  

এ সম্পর্কিত আরও পড়ুন নিউজিল্যান্ডকে | রানের | পাহাড়ে | ডুবিয়ে | ভারতের | সিরিজ | জয়