বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের নবম আসরে দেশি ক্রিকেটারদের পারফর্ম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন কুমিল্লার কোচ সালাউদ্দিন। তিনি মনে করেন, দেশিয় অধিকাংশ ক্রিকেটার খেলায় মাথা খাটান না। খেলোয়াড়দের কমনসেন্স আছে কি না, এ নিয়ে সন্দেহ আছে তার। ‘আমি আগেও বলেছিলাম, আমাদের দেশিয় ক্রিকেটারদের বেশিরভাগই মাথা ছাড়া খেলে। তাদের আসলে কমনসেন্স আছে কি না, এটা নিয়ে আমার সন্দেহ।’
শনিবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দেশের ক্রিকেটারদের কাছে থেকে কেমন প্রত্যাশা থাকে- এই প্রশ্নের জবাবে দেশের সালাউদ্দিন বলেন, ‘স্থানীয় খেলোয়াড়দের কাছে আমি সামান্য কমনসেন্স চাই। কিন্তু তাদের আসলে কমনসেন্স আছে কি না, এটা নিয়ে আমার সন্দেহ (আছে)।‘
সালাউদ্দিন আরও বলেন, আপনি যদি ১৫ বছর ধরে ঘরোয়া ক্রিকেট মিরপুরে খেলেন, আপনি জানেন যে আপনার আসলে কী করতে হবে। সে কমনসেন্স যদি আপনার না থাকে, তাহলে আসলে আমি হতাশ। বিশেষ করে আমাদের ছেলেরা ক্রিকেট নিয়ে চিন্তা করে কি না সেটা নিয়ে আমার সন্দেহ। যেদিন প্রশ্ন কমন পড়ে যায়, সেদিন ভালো খেলে, যেদিন পড়ে না সেদিন ভালো খেলে না। আপনি যখন ১০/১২ বছর ক্রিকেট খেলছেন তখন সামান্য কমনসেন্স থাকা উচিত কখন কি করতে হবে।’
সালাউদ্দিন তার বক্ত্যবে বাংলাদেশের ক্রিকেটারদের শেখার বিষয় নিয়েও প্রশ্ন তুলেন, ‘ এই উইকেটে আমার কী করতে হবে বা কোন বোলারকে আমি কখন চার্জ করব, এটা সামান্য জিনিস। যখন সবকিছু আমার নিয়ন্ত্রণে আছে তখন নিয়ন্ত্রণ ছাড়ব কেন? এ বুদ্ধি যদি কারো না হয়, তাহলে তারা ক্রিকেট কবে শিখবে উপরওয়ালা জানে।’
তিনি যোগ করেন “কম্পিউটারে সেটআপটা ঠিক মতো হয়নি। ছোটবেলা থেকে যদি সেটআপ ভালো মতো হতো, প্রকৃতপক্ষে তাদের যদি আমরা স্বাধীনভাবে গড়ে তুলতে পারতাম, তাহলে এ সমস্যাটা হতো না। আমরা যারা কোচিং করাই তাদেরই সমস্যাটা বেশি, ছেলেদের দোষ দিয়ে লাভ নাই। একটা পর্যায়ে এসে ব্রেনটা কাজও করে না। ছোটবেলা থেকে যদি আমাদের কোচিং পদ্ধতিতে পরিবর্তন করি, তাহলে হয়তো কাজে আসবে।”