আর্কাইভ থেকে করোনা ভাইরাস

সংক্রমণ আবারও বাড়ছে ব্রিটেনে, খারাপ পরিস্থিতি ইন্দোনেশিয়ায়ও

সংক্রমণ আবারও বাড়ছে ব্রিটেনে, খারাপ পরিস্থিতি ইন্দোনেশিয়ায়ও

গেল জানুয়ারির পর একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে ব্রিটেনে। একদিনে দেশটিতে ভাইরাস শনাক্ত ছাড়িয়েছে সাড়ে ৪৮ হাজারের বেশি। ১৫ জানুয়ারি দেশটিতে একদিনে শনাক্ত হয়েছে ৫৫ হাজার ৫৫৩ জন। তারপর এটাই সর্বোচ্চ সংখ্যা। বৃহস্পতিবার দেশটিতে করোনায় মারা গেছে ৬৩ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে মারা গেছে সাড়ে আট হাজারের মতো মানুষ। এর মধ্যে দৈনিক মৃত্যু তালিকার শীর্ষে ব্রাজিল। বৃহস্পতিবারও ল্যাটিন অ্যামেরিকার দেশটিতে করোনার প্রকোপে মারা গেছে দেড় হাজারের বেশি মানুষ। নতুনভাবে ভাইরাসটি মিলেছে ৫৩ হাজারের মতো মানুষের শরীরে।

অবশ্য দৈনিক সংক্রমণ শনাক্তের শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া। একদিনে করোনো শনাক্ত হয়েছে রেকর্ড প্রায় ৫৭ হাজার মানুষের মধ্যে। এর মধ্য দিয়ে ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ছাড়িয়েছে ২৭ লাখ ২৬ হাজার ৮শ’। আর ভাইরাসে একদিনে মারা গেছে ৯৮২ জন। ইন্দোনেশিয়ায় করোনায় মোট মৃত্যু ৭০ হাজারের বেশি।

ভারতে একদিনে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৩৯ হাজার ৭২ জন। একই সময়ে মারা গেছে ৫৪৪ জন। দেশটিতে মোট ভাইরাসে আক্রান্ত শনাক্ত হলো তিন কোটি সোয়া ১০ লাখ। আর মারা গেছে চার লাখ ১২ হাজারের বেশি মানুষ।

যুক্তরাষ্ট্রে আবারও বাড়ছে দৈনিক মৃত্যু-সংক্রমণ। বৃহস্পতিবারও দেশটিতে মারা গেছে ৩৩৩ জন।

এদিন করোনায় আক্রান্ত হয়ে রাশিয়ায় ৭৯১ ও কলম্বিয়ায় ৪৯৬ জনের মৃত্যু লিপিবদ্ধ করা হয়।

অন্যদিকে, করোনার ডেল্টা ধরনে আফ্রিকায় এক সপ্তাহের মধ্যে মৃত্যু বেড়েছে অন্তত ৪৩ শতাংশ। তবে করোনা থেকে সেরে উঠার পর লং কোভিডে ভোগা মানুষের মধ্যে ২শ'র বেশি উপসর্গ দেখা যেতে পারে। এর মধ্যে এক তৃতীয়াংশ উপসর্গ থাকে করোনা থেকে সেরে উঠার ছয় মাস পর্যন্ত। ল্যানসেট জার্নালে প্রকাশিত এক গবেষণায় বেরিয়ে এসেছে এমন তথ্য।

বিশ্বে করোনাভাইরাসে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ১৮ কোটি ৯৭ লাখের বেশি। আর মারা গেছে মোট ৪০ লাখ সাড়ে ৮২ হাজারের বেশি।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন সংক্রমণ | আবারও | বাড়ছে | ব্রিটেনে | খারাপ | পরিস্থিতি | ইন্দোনেশিয়ায়ও