আর্কাইভ থেকে এশিয়া

লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরির পদত্যাগ

লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরির পদত্যাগ

সরকার গঠনের উদ্যোগ ব্যর্থ হওয়ায় পদত্যাগ করেছেন লেবাননের মনোনীত প্রধানমন্ত্রী এবং দেশটির সংখ্যাগরিষ্ঠ নেতা সাদ হারিরি। বৃহস্পতিবার প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকের পর পদত্যাগের ঘোষণা দেন তিনি। মন্ত্রিপরিষদ গঠনে প্রায় নয় মাস ধরে চলা আলোচনা ব্যর্থ হওয়ার পরই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন সাদ হারিরি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের হারিরি বলেন, প্রেসিডেন্ট আউনের কাছে ২৪ সদস্যের মন্ত্রিসভা বিশিষ্ট সরকার গঠনের প্রস্তাব জমা দেন সাদ হারিরি। তার দেওয়া প্রস্তাবটি কয়েক ঘণ্টা না যেতেই প্রত্যাখ্যান করে দেন প্রেসিডেন্ট আউন।

এ নিয়ে হারিরির সঙ্গে প্রেসিডেন্ট আউনের মতবিরোধও তৈরি হয়েছে। কিছু সংশোধনী চেয়ে প্রেসিডেন্ট বলেছেন, আমরা একে অন্যের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে সক্ষম হবো না। সৃষ্টিকর্তা এ দেশকে রক্ষা করুন।

এ নিয়ে তৃতীয়বার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন সাদ হারিরি। এর আগে ২০১৯ সালে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভ-প্রতিবাদের মুখে পদত্যাগে বাধ্য হন তিনি।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন লেবাননের | প্রধানমন্ত্রী | সাদ | হারিরির | পদত্যাগ