আর্কাইভ থেকে আইন-বিচার

থানচিতে র‌্যাবের সঙ্গে গোলাগুলি, ৫ জঙ্গি আটক

থানচিতে র‌্যাবের সঙ্গে গোলাগুলি, ৫ জঙ্গি আটক
বান্দরবানের থানচির রেমাক্রির নতুন ব্রিজ-সংলগ্ন এলাকায় পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে র‌্যাবের গুলি বিনিময় হয়েছে। এই অভিযানে পাঁচ জঙ্গিকে আটক করেছেন র‍্যাবের সদস্যরা। আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে থানচিতে স্থানীয় সাংবাদিকদের এ তথ্য জানান র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন। তবে আটককৃত জঙ্গি সদস্যদের সাংবাদিকদের সামনে নিয়ে আসা হয়নি। তাদের পরিচয়ও প্রকাশ করেনি র‍্যাব। র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেন, সকালে থানচির রেমাক্রি এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় র‌্যাব সদস্যদের লক্ষ করে গুলি ছোড়ে জঙ্গি ও কুকিচিনের সদস্যরা। এ সময় র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে দুপক্ষের গোলাগুলি শুরু হয়। তিনি আরো জানান, র‌্যাবের অভিযানে এ পর্যন্ত ৪৩ জন জঙ্গি সংগঠনের সদস্য এবং ১৪ জন কুকিচিন সংগঠনের সদস্যকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে। এ সময় র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন থানচিতে | র‌্যাবের | সঙ্গে | গোলাগুলি | ৫ | জঙ্গি | আটক