আর্কাইভ থেকে ফুটবল

ভুটানকে উড়িয়ে দিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

ভুটানকে উড়িয়ে দিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ভুটানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ফাইনালে বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ হিমালয়ের দেশ নেপাল। আজ (৭ ফেব্রুয়ারি) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ফাইনাল নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নামে বাংলাদেশ। অধিনায়ক শামসুন্নাহার জুনিয়রের দুর্দান্ত হ্যাটট্রিক ও আকলিমা আক্তারের জোড়া গোলে ভুটানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে কোচ গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। ম্যাচের ২২তম মিনিটে প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। ১১ নম্বর জার্সি পরিহিত ফরোয়ার্ড আকলিমা খাতুন করেন গোলটি। এর ঠিক পরের মিনিটেই ভুটানের ডি-বক্সে ফাউলের শিকার হন বাংলাদেশের এক ফরোয়ার্ড। তবে পেনাল্টিতে মিস করে বসেন শাহেদা আক্তার রিপা। ২৯তম মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন অধিয়ানক শামসুন্নাহার জুনিয়র। কর্নার থেকে উড়ে আসা বল জালে জড়িয়ে দেন। প্রথমার্ধ শেষে ৫৩তম মিনিটে আবারও শামসুন্নাহার স্বাগতিকদের হয়ে তৃতীয় গোলটি করেন। এরপর দুই মিনিটের ব্যবধানে ভুটানের জালে আরও দুই বার বল পাঠান আকলিমা খাতুন ও শামসুন্নাহার। ৬০ মিনিটে আইরিন খাতুনের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন আকলিমা। ঠিক পরের মিনিটে নিজের হ্যাটট্রিক তুলে নেন অধিনায়ক শামসুন্নাহার। একই ভেন্যুতে আগামী ৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় ফাইনালে নেপালের মুখোমুখি হবে লাল সবুজের মেয়েরা।

এ সম্পর্কিত আরও পড়ুন ভুটানকে | উড়িয়ে | দিয়ে | ফাইনালে | বাংলাদেশের | মেয়েরা