আর্কাইভ থেকে এশিয়া

৩৩ ঘণ্টা পর এক জীবিত শিশু উদ্ধার

৩৩ ঘণ্টা পর এক জীবিত শিশু উদ্ধার
তুরস্ক-সিরিয়ার সীমান্ত অঞ্চলে বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় প্রাণহানি প্রায় ৮ হাজার। ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে আরও অনেকেই। জানা গেছে, তুরস্কে দুর্ঘটনার ৩৩ ঘণ্টা পর এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। গুল ইনাল নামের ওই চার বছরের শিশুটি ভূমিকম্পের সময় ৩ তলা ভবন ধসে প্রথম ফ্লোরে চাপা পড়েছিল। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ওই শিশুটিকে উদ্ধার করা হয়। ভিডিও ফুটেজে দেখা গেছে, শিশুটিকে জীবিত উদ্ধারের পর উচ্ছ্বসিত অপেক্ষায় থাকা তার স্বজনরা। সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরের দিকে ভয়াবহ ভূমিকম্পের ফলে তুরস্কের দক্ষিণাঞ্চল ও উত্তর সিরিয়ার বেশ কয়েকটি শহর তছনছ হয়ে যায়। ২ হাজারের বেশি ভবন ধসে চাপা পড়ে বহু মানুষ। ঠাণ্ডা আবহাওয়ার মধ্যে গতকাল রাতভর উদ্ধার অভিযান চলতে থাকে। উদ্ধারকারীরা বেঁচে থাকা ব্যক্তিদের সন্ধানে মরিয়া হয়ে উঠেছে। কেননা সময় যত গড়াচ্ছে, তাদের বেঁচে থাকার সম্ভাবনাও ফুরিয়ে যাচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা করছে সংশ্লিষ্টরা। সোমবার ভোরের দিকে যখন মানুষজন ঘুমিয়ে ছিলেন ঠিক তখনই আঘাত হানে এই ভূমিকম্পে। ইউএসজিএস জানায়, সোমবার স্থানীয় সময় ৪টা ১৭ মিনিটে প্রথম কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৮। কম্পনের উৎসস্থল ছিল তুরস্কের গাজিয়ানতেপ প্রদেশের পূর্ব দিকে নুরদাগি শহর থেকে ২৬ কিলোমিটার পূর্বে ভূগর্ভের প্রায় ২৪ দশমিক ১ কিলোমিটার গভীরে।

এ সম্পর্কিত আরও পড়ুন ৩৩ | ঘণ্টা | এক | জীবিত | শিশু | উদ্ধার