আর্কাইভ থেকে দেশজুড়ে

কনস্টেবল নিয়োগ পরীক্ষায় স্বাক্ষর জাল, আটক ২

কনস্টেবল নিয়োগ পরীক্ষায় স্বাক্ষর জাল, আটক ২
চাঁদপুরে পুলিশ সুপারের স্বাক্ষর জাল করে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় অভিনব প্রতারণার দায়ে এক পরীক্ষার্থীসহ দুই যুবককে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হলেন, মো. ইয়াছিন শাহরাস্তি উপজেলার নাহারা গ্রামের মো. আবুল হাশেমের ছেলে এবং ওমর ফারুক হাজীগঞ্জ উপজেলার সুহিলপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে চাঁদপুর পুলিশ লাইনস থেকে ইয়াছিনকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যে অভিযান চালিয়ে হাজীগঞ্জ থেকে ওমর ফারুক নামের আরেক যুবককে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে চাঁদপুর পুলিশ লাইন্স মাঠে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা চলাকালীন সময়ে চাকরি প্রার্থী মো. ইয়াছিন হোসেন উপস্থিত হন। তিনি গত ৫ ফেব্রুয়ারি শারীরিক বাছাই পর্বে উত্তীর্ণ হয়। কিন্তু পরবর্তীতে ৬ ফেব্রুয়ারি শারীরিকসহ অন্যান্য পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ওই দিন পুনরায় পুলিশ সুপারের কৃতকার্য লেখা সীল ও স্বাক্ষর জাল করে প্রবেশপত্র নিয়ে পুলিশ লাইন্সে প্রবেশ করে। পরে সন্দেহ হওয়ায় তাকে আটক করা হলে প্রতারণার কথা স্বীকার করেন তিনি। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে হাজীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে নকল সিল তৈরি করে দেয়া যুবক ওমর ফারুককেও আটক করা হয়। পুলিশ জানায়,পরীক্ষার্থী ইয়াছিন পুলিশ কনস্টেবল নিয়োগের জন্য এক দালালের সঙ্গে ৩‘শ টাকা ননজুডিসিয়াল স্ট্যাম্পে ৮ লাখ টাকা চুক্তি করে ইতোমধ্যে নগদ ৩ লাখ টাকা প্রদান করেছে। পুলিশ ওই দালালের বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করে আইনের আওতায় আনার চেষ্টা চালাচ্ছেন। এ ছাড়া এই ঘটনায় জড়িত সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

এ সম্পর্কিত আরও পড়ুন কনস্টেবল | নিয়োগ | পরীক্ষায় | স্বাক্ষর | জাল | আটক | ২