আর্কাইভ থেকে আবহাওয়া

হঠাৎ ঘন কুয়াশায় ঢেকে গেছে চুয়াডাঙ্গা

হঠাৎ ঘন কুয়াশায় ঢেকে গেছে চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় গেলো এক সপ্তাহ ধরে তাপমাত্রা ১০-১৪ ডিগ্রিতে ওঠানামা করছে। কিন্তু আজ হঠাৎ করেই ভোর থেকে ঘন কুয়াশায় চারিদিক অন্ধকার। আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪.০ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২.২ ডিগ্রি সেলসিয়াস। গতকালের তুলনায় তাপমাত্রা কিছুটা বাড়লে ও হঠাৎ করে আবহাওয়া এরকম বৈরী আচরণে বিপাকে পড়েছে অসহায় ছিন্নমূল মানুষ। একইসঙ্গে গতকাল থেকে ঘন কুয়াশায় আকাশ চারিদিক ঢেকে রয়েছে। উত্তরের হিম বাতাসে জনজীবনে বেশ প্রভাব পড়ছে। অসহায় ছিন্নমূল মানুষ রাস্তার ধারে খড়কুটা জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, সামনে আরো কয়েকদিন দিন ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন হঠাৎ | ঘন | কুয়াশায় | ঢেকে | গেছে | চুয়াডাঙ্গা