আর্কাইভ থেকে দেশজুড়ে

বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্স বা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক গুলিতে বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত আরিফুল ইসলাম (৩০) শ্যামকুড় পশ্চিমপাড়ার বাসিন্দা। বুধবার (৮ ফেব্রুয়ারি) ভারতের পাকুড়া সীমান্তে সকালে এ ঘটনা ঘটে। শ্যামকুড় ইউনিয়নের চেয়ারম্যান জামিরুল হক বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় এক সংবাদকর্মী জানান, আরিফুল ইসলামসহ আরও কয়েকজন সীমান্তের ওপারে গরু আনতে যায়। ভোররাতে ফেরার পথে ভারতের পাখিউড়া ক্যাম্পের বিএসএফ সদস্যসের সামনে পড়ে। সেসময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে অন্যরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় আরিফুল ইসলাম। শ্যামকুড় ইউনিয়নের চেয়ারম্যান জামিরুল বলেন, ‘মরদেহ ভারতে রয়েছে। আমরা মরদেহ দেশে ফেরত আনার জন্য বিজিবির সঙ্গে যোগাযোগ করেছি।’

এ সম্পর্কিত আরও পড়ুন বিএসএফের | গুলিতে | এক | বাংলাদেশি | নিহত