আর্কাইভ থেকে এশিয়া

আমেরিকার কাছে বেলুন ফেরত চেয়েছে চীন

আমেরিকার কাছে বেলুন ফেরত চেয়েছে চীন
আমেরিকার দক্ষিণ উপকূলীয় অঞ্চলে ভূপাতিত করা বেলুনের ধ্বংসাবশেষ ফেরত চেয়েছে চীন। চীন দাবি করে আসছে বেলুনটি বেসামরিক এবং আবহাওয়া সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য তারা এই বেলুন আকাশে উড়িয়েছিল। অন্যদিকে, মার্কিন সরকার বলছে, এটি ছিল গোয়েন্দা বেলুন এবং জাতীয় নিরাপত্তা বিবেচনা করেই তারা বেলুনটিকে ধ্বংস করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের কাছে বেলুনের ধ্বংসাবশেষ ফেরত দেয়ার অনুরোধ জানিয়েছে। তারা বলেছে, বেলুনটি চীনের সম্পদ। গতকাল (মঙ্গলবার) এক সংবাদ ব্রিফিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিংয়ের কাছে সাংবাদিকরা জানতে চান, বেলুনের ধ্বংসাবশেষ ফেরত চেয়ে আমেরিকার কাছে কোনো বার্তা দেয়া হয়েছে কিনা। জবাবে চীনা মুখপত্রা বলেন, বেলুনটির মালিক চীন, এর মালিক আমেরিকা নয়। নিং আরো বলেন, কয়েক দফায় চীন আমেরিকাকে এই বেলুন সম্পর্কে তথ্য দিয়েছিল। এ নিয়ে নতুন করে কিছু বলার নেই। বেলুনের ব্যাপারে আমেরিকা ঠাণ্ডা মাথায় এবং পেশাদারিত্বের সাথে আচরণ করতে ব্যর্থ হয়েছে। তিনি দাবি করেন, এই বেলুন আমেরিকার জন্য কোনো বিপদ বা হুমকির কারণ ছিল না।

এ সম্পর্কিত আরও পড়ুন আমেরিকার | কাছে | বেলুন | ফেরত | চেয়েছে | চীন