আর্কাইভ থেকে দেশজুড়ে

রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার ৮১.৬০ শতাংশ

রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার ৮১.৬০ শতাংশ
এবার রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার ৮১ দশমিক ৬০ শতাংশ। আজ বুধবার সকালে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। মোট পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এবার (২০২২) রাজশাহী শিক্ষাবোর্ডেও অধিনে এইচএসসি পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৯ হাজার ২৫ জন। এরমধ্যে ছাত্রের সংখ্যা ৬৮ হাজার ৩৬ জন এবং ছাত্রীর সংখ্যা ৬০ হাজার ৯৮৯ জন। ২০১ টি কেন্দ্রে ৭৫২ টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিভাগ থেকে ৩৪ হাজার ৬১১ জন শিক্ষার্থীর। এছাড়া মানবিক বিভাগে ৮০ হাজার ৯৬৪ জন ও বাণিজ্য বিভাগে ১৩ হাজার ৩৮৭ জন পরীক্ষায় বসছে। এবার (২০২২) নিয়মিত ছাত্র ৬৫ হাজার ৫৮৯ জন ও ছাত্রী ৫৯ হাজার ৩২৬ জন। এছাড়া অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৯৫৪ জন। রাজশাহী শিক্ষাবোর্ডের অধিনে এবার  এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর হার বেড়েছে। জিপিএ-৫ শিক্ষার্থীদের মধ্যে এগিয়ে রয়েছে মেয়েরা। এবার মোট ২১ হাজার, ৮শ’ ৫৫জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এরমধ্যে মেয়ে ১১ হাজার ৯শ’ ৫৭জন ও ছেলে ৯ হাজার ৮শ’ ৯৮জন। প্রকাশিত ফলাফলে এমনটাই উঠে এসেছে। এরআগের বছর এর সংখ্যা ছিল ৩২ হাজার ৮শ’। এরমধ্যে মেয়ে ১৮হাজার ৪শ’ ও ছেলে ১৪হাজার ৪শ’।

এ সম্পর্কিত আরও পড়ুন রাজশাহী | শিক্ষাবোর্ডে | পাসের | হার | ৮১৬০ | শতাংশ