আর্কাইভ থেকে ফুটবল

মেসি-নেইমার থাকার পরও হারলো পিএসজি

মেসি-নেইমার থাকার পরও হারলো পিএসজি
পিএসজিতে রয়েছেন তিন তারকা-কিলিয়ান এমবাপে, মেসি, নেইমার। তবে মার্সেইর বিপক্ষে ম্যাচে ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন কিলিয়ান এমবাপে।ছিলেন মেসি-নেইমার। তবুও মার্সেইর বিপক্ষে হার এড়াতে পারল না ফরাসি চ্যাম্পিয়নরা। বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে প্রতিপক্ষের মাঠে মার্সেইর কাছে ২-১ গোলে হেরেছে পিএসজি। প্রথমার্ধে সমতায় থেকে বিরতিতে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে মালিনোভস্কির গোলে জয়ের দেখা পায় স্বাগতিক দলটি। সেই গোল করার দৌড়ে তারকাবহুল পিএসজিকে পেছনে ফেলেছে ম্যানচেস্টার সিটি ও বায়ার্ন মিউনিখ। বিশ্বের অন্যতম সেরা আক্রমণত্রয়ী থাকার পরও গোল করার দৌড়ে শীর্ষস্থানে নেই পিএসজি। আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠা লড়াইয়ে ৩১তম মিনিটে এগিয়ে যায় মার্সেই। মার্সেই ফরোয়ার্ড চেঙ্গিস আন্দারকে সার্জিও রামোস ফাউল করায় পেনাল্টি পেয়ে যায় মার্সেই। স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি অ্যালেক্সিস সানচেজ। বিরতির আগে নেইমারের চমৎকার কর্নারে লাফিয়ে দারুণ হেডে জাল খুঁজে নেন রামোস। ১-১ গোলের সমতায় শেষ হয় প্রথমার্ধ। তবে দ্বিতীয়ার্ধের ৫৭তম মিনিটে ফের এগিয়ে যায় মার্সেই। এই হারে টানা দ্বিতীয়বার ফরাসি কাপের রাউন্ড অব সিক্সটিন থেকে বাদ পড়ল পিএসজি।

এ সম্পর্কিত আরও পড়ুন মেসিনেইমার | থাকার | পরও | হারলো | পিএসজি