আর্কাইভ থেকে বাংলাদেশ

ঈদে ৯১ লাখ পশু কোরবানি

ঈদে ৯১ লাখ পশু কোরবানি

ঈদুল আজহায় সারাদেশে মোট ৯০ লাখ ৯৩ হাজার ২৪২টি গবাদিপশু কোরবানি দেওয়া হয়েছে।

আজ শনিবার (২৪ জুলাই) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়।

করোনা সংক্রমণের রোধে বাংলাদেশ সরকার দফায় দফায় লকডাউন ঘোষণা করলেও পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে জনসাধারণের জন্য তা ‍শিথিল করা হয়।

ঈদ পূর্ববর্তী ব্যবসা বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে ১৪ জুলাই ২০২১ তারিখ মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর ১৭ জুলাই থেকে রাজধানীর বিভিন্ন স্থানে বসে পশুর হাট।

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন ঈদে | ৯১ | লাখ | পশু | কোরবানি