আর্কাইভ থেকে বাংলাদেশ

যশোরে ঝিকরগাছায় খেলাকে কেন্দ্র কোরে একজন নিহত, আহত আরো ২

যশোরে ঝিকরগাছায় খেলাকে কেন্দ্র কোরে একজন নিহত, আহত  আরো ২

যশোরের ঝিকরগাছা উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জের ধরে নয়ন হোসেন (২২) নামে এক বাকপ্রতিবন্ধী যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

গতকাল শনিবার রাতে ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের টাওরা উত্তরপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনার সময় নিহতের সঙ্গে থাকা আরো দুজনকেও কুপিয়ে জখম করা হয়।

নিহত নয়ন হোসেন টাওরা উত্তরপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে। আহতরা হলেন— একই গ্রামের হানিফের ছেলে আশা (১৮) ও আব্দুল কাদেরের ছেলে জহুরুল ইসলাম (২৫)।

আহতরা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের বড় ভাই সুজন হোসেন জানান, গত শুক্রবার বিকালে স্থানীয় যুবকরা মাঠে ফুটবল খেলছিলেন। খেলার মধ্যে পায়ে আঘাতের ঘটনাকে কেন্দ্র করে পানিসারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার গোলাম সরোয়ারের ছেলে বকুল বিপক্ষ দলের খোলোয়ার মেহেদীকে মারপিট করে।

মারপিটের ঘটনার জেরে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে শনিবার রাতে মীমাংসার জন্য শালিস ডাকা হয়। কিন্তু তার আগেই মেম্বর সরোয়ার এবং তার দুই ছেলে বকুল ও জাহিদ ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করেন নয়নকে। নয়নের সঙ্গে থাকা জহুরুল ও আশা ঠেকাতে গেলে মেম্বর তদেরকেও কুপিয়ে জখম করেন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে নয়ন ও জহুরুলের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। রাত ১০টার দিকে নয়ন ও জহুরুলকে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের ডা. অমিয় দাস বলেন, 'হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছে নয়ন। তার গলায় ও বুকে কোপানোর গভীর ক্ষত রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।'

পানিসারা ইউনিয়নের চেয়ারম্যান নওশের আলী বলেন, 'ফুটবল খেলাকে কেন্দ্র করে সামান্য বিরোধের জের ধরে মেম্বর সরোয়ার আর তার লোকজন বাকপ্রতিবন্ধী নয়নকে কুপিয়ে হত্যা করেছে।'

ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, নয়নকে কুপিয়ে হত্যার সঙ্গে জড়িতদের আটকে পুলিশ চেষ্টা করছে।

আজ রবিবার (২৫ জুলাই) এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মুক্তা মাহমুদ

এ সম্পর্কিত আরও পড়ুন যশোরে | ঝিকরগাছায় | খেলাকে | কেন্দ্র | কোরে | একজন | নিহত | আহত | | আরো | ২