আর্কাইভ থেকে এশিয়া

তুরস্ক-সিরিয়ায় মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়াল

তুরস্ক-সিরিয়ায় মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়াল
তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। জাতিসংঘ বলছে ধ্বংসযজ্ঞের পুরো চিত্র এখনো পরিষ্কার না, মৃতের সংখ্যা আরো অনেক বাড়তে পারে। উদ্ধারকারীরা এখনও জীবিতদের জন্য ধ্বংসস্তূপের সন্ধান করছে। আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে, শুক্রবার পর্যন্ত তুরস্কে ১৭ হাজার ৬৭৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর সিরিয়ায় মারা গেছেন ৩ হাজার ৩৭৭ জন। ফলে দুই দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৫১। ভূমিকম্পে প্রায় ১০০ ঘণ্টা পার হওয়ায় জীবিত মানুষ উদ্ধারের আশা ছেড়ে দিচ্ছে তারা। শীতের কারণে বেঁচে থাকা হাজার হাজার মানুষের জীবন হুমকির মুখে পড়েছে। অনেকেই এখনও আশ্রয়, পানি এবং খাবার ছাড়াই রয়েছেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ধ্বংসযজ্ঞের পুরো চিত্র এখন ‘আমাদের চোখের সামনে উন্মোচিত হচ্ছে। সিরিয়ায় দ্রুত সময়ের মধ্যে আরও সহায়তা পৌঁছে যাবে।’ তুরস্কের সাধারণ মানুষ এখনো উদ্ধারকাজের ধীরগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন। তারা বলছেন, কিছু কিছু জায়গায় ভূমিকম্পের তিন দিন পর উদ্ধারকারীরা এসেছেন। ফলে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েও যারা জীবিত ছিলেন তারা তীব্র ঠাণ্ডা ও পানির অভাবে মারা গেছেন। এদিকে বৃহস্পতিবার সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় প্রথমবারের মতো যায় জাতিসংঘের সহায়তা। তবে সেখানকার উদ্ধারকারীরা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে তাদের যে সরঞ্জাম প্রয়োজন ছিল, সেগুলো দেয়া হয়নি। এ বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন তারা।

এ সম্পর্কিত আরও পড়ুন তুরস্কসিরিয়ায় | মৃতের | সংখ্যা | ২১ | হাজার | ছাড়াল