আর্কাইভ থেকে দেশজুড়ে

ফুলবাড়ীতে ১৮ মাসে পানিতে ডুবে ১৪ শিশুর মৃত্যু

ফুলবাড়ীতে ১৮ মাসে পানিতে ডুবে ১৪ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। অভিভাবকদের অসচেতনতার কারণে গত ১৮ মাসে ফুলবাড়ী উপজেলায় পানিতে ডুবে ১৪ শিশুর মৃত্যুর হয়েছে। নিহত শিশুদের বয়স দেড় বছর থেকে নয় বছর বয়স।

তথ্য অনুসন্ধানে দেখা গেছে, ২০২০ সালের ১ লা জানুয়ারী থেকে ২০২১ সালের ২৪ জুলাই পর্যন্ত ফুলবাড়ী উপজেলার ছয়টি ইউনিয়নে মোট ১৪ শিশু পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

নাগরিক সমাজের প্রতিনিধি ও নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হানিফ সরকার জানান, আজ ২৫ জুলাই প্রথমবার বাংলাদেশসহ সারা বিশ্বে পালিত হচ্ছে”বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস। এই দিসবটির মাধ্যমে অনেক পরিবার সচেতন হবে বলে আমার বিশ্বাস।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় জানান, ২০২০ সালের ১ লা জানুয়ারী থেকে ২০২১ সালের ২৪ জুলাই পর্যন্ত এ উপজেলায় ১৪ শিশু পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি আরও জানান বিশেষ করে অভিভাবকরা সচেতন হলেই পানিতে ডুবে শিশুর মৃত্যুর সংখ্যা শূণ্যের কোঠায় আসবে বলে আমার বিশ্বাস।

উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস জানান,অভিভাবকসহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূ’মিকা পালন করতে হবে। উপজেলা প্রশাসন এ ব্যাপারে বিশেষ গুরুত্ব রাখবে। এভাবে সবাই মিলে শিশুদের প্রতি সচেতন হলেই পানিতে ডুবে শিশুর মৃত্যু ঠেকানো সম্ভব।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন ফুলবাড়ীতে | ১৮ | মাসে | পানিতে | ডুবে | ১৪ | শিশুর | মৃত্যু