আর্কাইভ থেকে দেশজুড়ে

পঞ্চগড়ের মহানন্দা নদীতে ধরা পড়লো ২৮ কেজি ওজনের বাঘাইর মাছ

পঞ্চগড়ের মহানন্দা নদীতে ধরা পড়লো ২৮ কেজি ওজনের বাঘাইর মাছ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভারতীয় সীমান্তঘেষা মহানন্দা নদীতে হাসিনুর রহমান নামের এক যুবকের হাতে ২৮ কেজি ওজনের একটি বাঘাইর মাছ ধরা পড়েছে।

রোববার বিকেলে উপজেলার  সর্দারপাড়া এলাকার মহানন্দা নদীতে বাঘাইর মাছটি ধরা পড়ে।

জানা যায়, হাসিনুর রহমান সহ ওই এলাকার কয়েক জন যুবক মহানন্দা নদীতে মাছ ধরতে যায়। নদীতে পানি কম থাকায় হাসিনুর রহমানের পায়ে মাছটি লাগলে ওই যুবকরা মাছ ধরা ফাঁদ দিয়ে নদী থেকে বাঘাইর মাছটি ধরে। মাছ ধরার খবরটি ছড়িয়ে পড়লে ওই এলাকার শত শত উৎসুক জনতা মাছ দেখতে নদীর পাড়ে ভীড় জমায়।

হাসিনুর রহমান জানান, কয়েক জন বন্ধুসহ মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে পায়ের কাছে হঠাৎ  একটি বাঘাইর মাছ পেয়ে সবাই মিলে জাল দিয়ে মাছটি ধরে ফেলি। ২৮ কেজি ওজনের বাঘাইর মাছটি সব বন্ধু মিলে সমান ভাবে ভাগ করে নিয়েছি।

স্থানীয়রা জানান, সীমান্ত প্রবাহিত মহানন্দা নদীটি বাংলাদেশের-ভারত দুই দেশের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ায় ভারত থেকে মাছটি এসেছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে, মহানন্দা  নদীতে বড় বোয়াল মাছ ধরা পড়লেও এই প্রথম এতো বড় বাঘাইর মাছ ধরা পড়লো।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন পঞ্চগড়ের | মহানন্দা | নদীতে | ধরা | পড়লো | ২৮ | কেজি | ওজনের | বাঘাইর | মাছ