আন্দোলনকে বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগ পাড়ায়-মহল্লায় পাহারাদার রেখেছে। যারা পাহারাদারে আছেন তাদের প্রত্যেককেই জেলে ঢুকতে হবে। আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যুঘণ্টা বেজে গেছে। আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে, কিন্তু তারা কোন ভালো কাজটি করেছে? বললেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
শনিবার (১১ ফেব্রুয়ারি) গণতন্ত্র মঞ্চের পদযাত্রা কর্মসূচির আগে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে পদযাত্রা কর্মসূচির আয়োজন করে গণতন্ত্র মঞ্চ।
রাজনীতিতে আওয়ামী লীগের মৃত্যুঘণ্টা বেজে গেছে মন্তব্য করে মাহমুদুর রহমান মান্না বলেন, কোন ‘অনির্বাচিত’ সরকার ভোট না করে, ক্ষমতায় থাকতে পারবে না। ওরা (আওয়ামী লীগ) ভোট চোর। ওরা মানুষ খুন করে। গোপনে ভোট চুরি করে কিন্তু স্বীকার করে না, ওদের হৃদয়ে নাই।
র্যাব নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বক্তব্যের সমালোচনা করে মান্না বলেন, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন- র্যাব কিছুটা বাড়াবাড়ি করেছে, অথচ এ বাহিনী হাজারের বেশি মানুষ খুন করেছে। সেটাকে তিনি ‘কিছুটা বাড়াবাড়ি’ মনে করছেন। আন্দোলন কবে শেষ হবে এমন প্রশ্নের উত্তরে নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, লড়াই আমাদের শেষ হবে এ সরকারের পতনের মধ্য দিয়ে।
মাহমুদুর রহমান মান্না আরও বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যুঘণ্টা বেজে গেছে। আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে, কিন্তু তারা কোন ভালো কাজটি করেছে? চালের দাম বাড়িয়ে, নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি করে, শিক্ষাব্যবস্থা নিশ্চিত না করে, মানুষের জীবনব্যবস্থা নিশ্চিত না করে, এটাকে কোনো উন্নয়ন বলা যায় না।
এএম