আর্কাইভ থেকে এশিয়া

প্রায় ৫ দিন পর দুই মাস বয়সি এক জীবিত শিশু উদ্ধার

প্রায় ৫ দিন পর দুই মাস বয়সি এক জীবিত শিশু উদ্ধার
ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল। ভূমিকম্পের ৭ম দিনেও এখনও প্রাণের অস্তিত্ব মিলছে ধ্বংসস্তূপের নিচে। অনেক অলৌকিক ঘটনা সামনে আসছে। তুরস্কের হাতায়ে ধ্বংসস্তূপ থেকে ১২৮ ঘণ্টার পর দুই মাস বয়সি একটি শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। তুরস্কের হাতায়ে ধ্বংসস্তূপের নিচ থেকে দুই মাস বয়সি শিশুকে উদ্ধারের সময় জনতা হাততালি দেয় ও উল্লাস করে। ভূমিকম্পের প্রায় ১২৮ ঘণ্টা পর শিশুটিকে জীবিত পাওয়া যায়। আন্তর্জাতিক গণমাধ্যম এনডিটিভির দেয়া প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া যায়। এখন পর্যন্ত দুই দেশে মৃত্যু বেড়ে ৩০ হাজারে পৌঁছেছে। প্রায় দশ হাজার ভবন ধসে পড়েছে। শত শত আফটার শক হয়েছে। গেলো সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে ও দুপুরে ৭.৮ ও ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। হিমশীতল আবহাওয়া সত্ত্বেও হাজার হাজার উদ্ধারকর্মী এখনও সমতল এলাকাগুলোর মধ্যে দিয়ে ছুঁটছেন। এখন হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপে আটকে রয়েছেন এবং বাঁচার আশা করছেন বলে মনে করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন প্রায় | ৫ | দিন | দুই | মাস | বয়সি | এক | জীবিত | শিশু | উদ্ধার