আর্কাইভ থেকে করোনা ভাইরাস

করোনা মোকাবেলায় ভুল পথে এগোচ্ছে যুক্তরাষ্ট্র: ফাউসি

করোনা মোকাবেলায় ভুল পথে এগোচ্ছে যুক্তরাষ্ট্র: ফাউসি

করোনাভাইরাস মোকাবেলায় ভুল পথে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত যারা টিকা নেয়নি তাদের মধ্যে সংক্রমণ বাড়তে শুরু করেছে। একথা জানিয়ে সতর্ক করেছেন দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ এবং হোয়াইট হাউজের চিকিৎসা বিষয়ক প্রধান উপদেষ্টা ড. অ্যান্থনি ফাউসি। স্থানীয় সময় রোববার মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান স্বাস্থ্য উপদেষ্টা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ড. ফাউসি বলেছেন, যেসব এলাকায় টিকা গ্রহণের হার কম সেসব এলাকায় করোনার সংক্রমণ বাড়ছে। করোনার ডেলটা ভ্যারিয়েন্টের প্রভাব আশঙ্কাজনক হারে বেশি বলে বিশেষভাবে উল্লেখ করেন তিনি। মাস্ক পরার বিষয়ে এখনই বিধিনিষেধ শিথিল নিয়েও আপত্তি জানান ড. ফাউসি।

তিনি বলেন, যেসব এলাকায় টিকা প্রদানের হার কম সেসব এলাকায় সংক্রমণ কমাতে টিকা নেওয়া মার্কিনিদের মাস্ক ব্যবহারের নির্দেশনা বিবেচনা করছে মার্কিন কর্মকর্তারা। এছাড়া দুর্বল মানুষকে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়ার কথাও বিবেচনা করা হচ্ছে। সব মানুষ টিকার আওতায় না আসা পর্যন্ত সতর্ক থাকা উচিত। টিকার বুস্টার ডোজ নিয়ে গবেষণা প্রয়োজন বলে জানান তিনি।

ফাউসি আরো বলেছেন, যেসব এলাকায় টিকা দেওয়ার হার কম সেখানকার স্থানীয় নেতাদের উচিত মানুষকে টিকা নিতে উৎসাহিত করা। স্থানীয় সরকার সিডিসির নির্দেশনা অনুসরণ করে নিজস্ব বিধিনিষেধ আরোপ করতে পারে বলেও মনে করেন তিনি।

করোনা টিকা প্রয়োগের দিক থেকে যুক্তরাষ্ট্র অন্যতম শীর্ষ দেশ হলেও দক্ষিণের রাজ্যগুলোয় টিকা নেওয়ার হার বেশ কম। অঞ্চলটিতে এক ডোজ টিকা নিয়েছে অর্ধেকের কম জনগোষ্ঠী।

যুক্তরাষ্ট্রে গেল দুই মাসের তুলনায় চলতি মাসে আশঙ্কাজনক হারে বেড়েছে সংক্রমণ।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন করোনা | মোকাবেলায় | ভুল | পথে | এগোচ্ছে | যুক্তরাষ্ট্র | ফাউসি