আর্কাইভ থেকে ক্রিকেট

গুরু সাকিবকে বিদায় করে কোয়ালিফায়ারে রংপুরের নুরু

গুরু সাকিবকে বিদায় করে কোয়ালিফায়ারে রংপুরের নুরু
এলিমেনেশন পর্বের ম্যাচে সাকিব আল হাসানের ফরচুন বরিশালকে নকআউট করে কোয়ালিফায়ার করলো নুরুল হাসান সোহানের রংপুর রাইডারস। খেলায় উত্তেজনা ছিল বেশ। প্রথম ওভারেই মেডেন উইকেট তুলে নেন সাকিব আল হাসান। তবে শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি। বরিশালকে ৪ উইকেটে হারিয়ে জয় তুলে নেয় রংপুর। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করেছে বরিশাল। ১৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে প্রথম ওভারেই উইকেট হারায় রংপুর। খালি হাতে ফিরে যান নাঈম শেখ। ওপেনিং ওভারে মেডেন উইকেট পান সাকিব আল হাসান। দুই ওভার শেষে ১ উইকেট হারিয়ে রংপুরের রান দাঁড়ায় মাত্র ২। তৃতীয় ওভারে এসেই সেই চাপ থেকে দলকে বেড় করে আনেন শামীম পাটোয়ারি ও রনি তালুকদার। দুজনে মিলে গড়েন ৬১ রানের জুটি। ২ টি করে চার ছক্কায় ১৭ বলে ২৯ রান করে ফিরে যান রনি। তখনও ব্যাট হাতে অবিচল শামীম। ১৩ বলে ১৮ করে আউট হন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। দলের জয় সহজ করে দিয়ে দলীয় ১৪০ রানের মাথায় ৫১ বলে ৭১ রান করে সাজঘরে ফেরেন শামীম। শেষ দিকে এসে কিছুটা চাপে পরে গেলেও মেহেদী হাসানের ৯ বলে ১৮ রানের ইনিংসে ৩ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রংপুর। এর আগে,মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। প্রথমে ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা এনে দিয়েছিলেন ওপেন করতে নামা মেহেদী হাসান মিরাজ। ৪৮ বলে ৬৯ রানের এক দুর্দান্ত এক ইনিংস খেলেন এই অলরাউন্ডার। সঙ্গে ছিল ফ্লেচারের ১৬ বলে ১২ রানের এক নিষ্প্রাণ ইনিংস। দলীয় ৪৬ রানে ফ্লেচার আউট হয়ে গেলে মিরাজের সাঙ্গে দারুণ সঙ্গ দেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২১ বলে ৩৪ রানের ফিরে যান রিয়াদ। শেষ দিকে এসে করিম জানাতের ৩৩ ও লঙ্কান রাজাপাকসের ১৭ রানের ইনিংসে ভর করে ১৭০ রানের পৌঁছায় বরিশাল। রংপুরের হয়ে দানুশ সানাকা ২ টি ও রাকিবুল ১ টি করে উইকেট সংগ্রহ করেন। আরও পড়ুনঃ শ্রেষ্ঠত্ব বজায় রাখতে আগামীকাল মাঠে নামবে ব্রাজিল

এ সম্পর্কিত আরও পড়ুন গুরু | সাকিবকে | বিদায় | করে | কোয়ালিফায়ারে | রংপুরের | নুরু