আর্কাইভ থেকে দেশজুড়ে

সিরাজগঞ্জে বিএনপির নেতাকর্মীর নামে মামলা , গ্রেপ্তার ১৪

সিরাজগঞ্জে বিএনপির নেতাকর্মীর নামে মামলা , গ্রেপ্তার ১৪
সিরাজগঞ্জে পদযাত্রার নামে জ্বালাও পোড়াও সরকারি কাজে বাঁধা, ককটেল নিক্ষেপ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও দোকানঘর ভাঙচুরের ঘটনায় ৩৮৬ জন বিএনপির নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০০ জনের নামে পৃথক দুইটি মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামী হলেন জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শাহরিয়া শিপু সহ ১৪ জন। আজ রোববার (১২ ফেব্রুয়ারি) বিকালে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) হুমায়ুন কবির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিন জানান, গতকাল পাইকপাড়া এলাকায় ১২ টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় কালিয়াহরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও সদর থানার এসআই সাইফুল ইসলাম  বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন। এ মামলায় ইতিমধ্যে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটিয়ে বিএনপির নেতাকর্মীর নামে গায়েবি মামলা দিয়ে গ্রেফতার করছে। এদিকে সাংবাদিক সম্মেলন করে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত এই অভিযোগ অস্বীকার করে বলেন, পাইকপাড়ায় আওয়ামী লীগের নেতা কর্মিরা  শান্তি সমাবেশে যাবার পূর্বে একটি স্থানে সমবেত হলে বিএনপির প্রায় ৩০০ নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে। বিএনপির সন্ত্রাসীরা আওয়ামী লীগ নেতাকর্মীদের ১২টি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।এতে প্রায় ৩০ লক্ষ টাকা ক্ষতি করেছে।বিএনপি পদযাত্রার নামে সন্ত্রাস যাত্রা শুরু করেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও তার স্ত্রী রুমানা মাহমুদ এ সন্ত্রাসের পরিকল্পনা করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন সিরাজগঞ্জে | বিএনপির | নেতাকর্মীর | নামে | মামলা | | গ্রেপ্তার | ১৪