আর্কাইভ থেকে ক্রিকেট

তামিম-মুশফিকের পর লিটনও নেই অস্ট্রেলিয়া সিরিজে

তামিম-মুশফিকের পর লিটনও নেই অস্ট্রেলিয়া সিরিজে

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না লিটন কুমার দাস। শ্বশুরের অসুস্থতার জন্য দেশে ফিরে আসছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
 
ইনজুরির কারণে এমনিতেও প্রথম ম্যাচ মিস করতেন লিটন। তবে ডেঙ্গুতে আক্রান্ত শ্বশুরের অবস্থার অবনতি হলে দলের আগেই দেশে ফিরছেন তিনি। যেহেতু বায়োবাবল ভাঙতে হচ্ছে তাই আর অজিদের বিপক্ষে খেলতে পারবেন না লিটন। সব কিছু ঠিক থাকলে মঙ্গলবারই ঢাকা পৌঁছে যাবেন জাতীয় দলের এ উইকেটকিপার ব্যাটসম্যান।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় দলের টিম লিডার আহমেদ সাজ্জাদুল আলম ববি বলেন, ‘লিটনের শ্বশুর ডেঙ্গু জ্বরে আক্রান্ত। তার প্ল্যাটিলেট কমে যাচ্ছে। বর্তমানে লিটনের স্ত্রী ছাড়া আর কেউ তার শ্বশুরের পাশে নেই। পরিবারের বাকি সদস্যরা গ্রামের বাড়ি দিনাজপুরে। তাই বাধ্য হয়েই লিটন দাসকে ফিরে যেতে হচ্ছে।’

এর আগে করোনায় আক্রান্ত বাবা মায়ের পাশে থাকতে বায়োবাবল ভাঙতে হয়েছিলো মুশফিকুর রহিমকে। এ দুজনের সাথে ইনজুরির কারনে টি-টোয়েন্টি সিরিজ মিস করবেন তামিম ইকবালও। ৩ আগস্ট পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। 

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন তামিমমুশফিকের | লিটনও | নেই | অস্ট্রেলিয়া | সিরিজে