নিজেদের ক্রিকেট ইতিহাসের সফলতম বিদেশ সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। জিম্বাবুয়ে সফরে তিন শিরোপাই নিজেদের করে নিয়েছিল সাকিব আল হাসান-মাহামুদউল্লাহরা রিয়াদরা। এর আগে ঘরের বাইরে এমন সাফল্য অধরা ছিল ক্রিকেট দলের জন্য।
আজ (বৃহস্পতিবার) সকাল ৯টা ১২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে জাতীয় দলের বহর। বিমানবন্দর থেকে সরাসরি হোটেল ইন্টারকন্টিনেন্টালের উদ্দেশ্য রওনা দেবে টাইগাররা। সেখানে আজ থেকে শুরু হবে কোয়ারেন্টাইন পর্ব। দুই দিনের বিশ্রাম শেষে শুরু হবে অনুশীলন। আগামী ৩ আগস্ট মাঠে গড়াবে অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টি-টিয়েন্টি।
এর আগে মঙ্গলবার (২৭ জুলাই) দিবাগত রাত ভোর ৪টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৮টা) টিম হোটেল থেকে হারারে বিমানবন্দরের উদ্দেশ্যে টিম বাসে শুরু হয় যাত্রা। এরপর জিম্বাবুয়ের ডমিস্টিক ফ্লাইটে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ। ২ ঘণ্টার ওই ভ্রমণ শেষে ৪ ঘন্টা বিরতি। তারপর কাতার এয়ারওয়েজে করে জোহানেসবার্গ থেকে দোহার উদ্দেশ্যে যাত্রা করে টাইগারররা এবং বুধবার মধ্যরাতে দোহায় পৌঁছে।
এস