আর্কাইভ থেকে করোনা ভাইরাস

বিশ্বে করোনায় একদিনে বেড়েছে মৃত্যু-সংক্রমণ

বিশ্বে করোনায় একদিনে বেড়েছে মৃত্যু-সংক্রমণ

মহামারি করোনার ধাক্কা সামলাতে হিমশিম পুরো বিশ্ব। প্রাণঘাতি ভাইরাসে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘণ্টায় বেড়েছে মৃত্যু ও সংক্রমণ। একদিনে মারা গেছে আরও ১০ হাজার ১০৫ জন। একইসময়ে আক্রান্ত শনাক্ত হয়েছে ছয় লাখ ৭১ হাজারের বেশি মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, প্রতিদিনের মৃত্যুতে এখনও শীর্ষে ইন্দোনেশিয়া। করোনার ডেল্টা ধরনের প্রভাবে গেল তিন সপ্তাহ ধরে প্রতিদিন হাজারের বেশি মানুষ মারা যাচ্ছে দেশটিতে। গেল ২৪ ঘন্টায় ভাইরাসে মারা গেছে এক হাজার ৭৪৭ জন। নতুন করে সংক্রমিত ৩৫ হাজার ৮শ’র বেশি। এক লাখ মৃত্যুর মাইলফলক পার করল ইন্দোনেশিয়া। দেশটিতে মোট মৃত্যু এক লাখ ছয় শ’র বেশি। মোট শনাক্ত ছাড়িয়েছে ৩৫ লাখ ৩২ হাজার। 

বুধবার এক হাজার ১১৮ জনের মৃত্যু আর ৪০ হাজারের বেশি সংক্রমিত ধরা পড়েছে ব্রাজিলে।

এদিন করোনায় আক্রান্ত হয়ে রাশিয়ায় মারা গেছে প্রায় ৮শ’ জন। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৬৩ লাখ ৫৭ হাজার জন। মারা গেছে মোট এক লাখ সাড়ে ৬১ হাজার জনের বেশি।

যুক্তরাষ্ট্রে আরও বেড়েছে করোনার প্রাদুর্ভাব। বুধবার দেশটিতে মারা গেছে ৬২৮ জন। আক্রান্ত শনাক্ত হয়েছে এক লাখের ওপর।

এদিন করোনায় ভারতে মৃত্যু হয়েছে ৫৩২ জনের। নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছে ৪৩ হাজারের কাছাকাছি মানুষ।

বুধবার রেকর্ড দুই শ’‘৬২ জন করোনা শনাক্ত হয়েছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে। একদিনে দেশটিতে মারা গেছে পাঁচজন। ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে শনাক্ত হয়েছে ছয়জন। সিডনিতে করোনার ডেল্টা ধরনের প্রভাবে উল্লেখযোগ্য হারে সংক্রমিত হচ্ছে কম বয়সীরা।

এদিকে, করোনার ডেল্টা ধরন ছড়িয়ে পড়িয়ে চীনের অন্তত ১৭টি প্রদেশে। এ কারণে নতুন সঙ্কটের মুখে পড়েছে দেশটি। বুধবারে চীনে ৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণে মোট মারা গেছে ৪২ লাখ সাড়ে ৬৯ হাজার জনের বেশি। মোট সংক্রমিত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ২০ কোটি নয় লাখ।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন বিশ্বে | করোনায় | একদিনে | বেড়েছে | মৃত্যুসংক্রমণ