গেল কয়েকদিনের টানা বর্ষণের কারণে কক্সবাজারে পৃথক পাহাড় ধসের ঘটনায় দুই পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে। ট্রলারডুবে মৃত্যু হয়েছে দুই জেলের। এছাড়া টেকনাফের বন্যার পানিতে ডুবে মারা গেছে এক শিশু।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) কক্সবাজার জেলায় একদিনেই মোট ৯ জনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন।
এদিকে শুক্রবার রাত থেকে বৃষ্টি কমেছে কক্সবাজারে। শহরের হোটেল জোন থেকে পানি নামলেও বিভিন্ন স্থানে জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছে মানুষ। জেলায় সর্বশেষ গেল ২৪ ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ২২৫ মিলিমিটার। আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৬০ মিলিমিটার।
কেএস//