আর্কাইভ থেকে করোনা ভাইরাস

যুক্তরাষ্ট্রে শিথিল হচ্ছে ভ্রমণ নিষেধাজ্ঞা!

যুক্তরাষ্ট্রে শিথিল হচ্ছে ভ্রমণ নিষেধাজ্ঞা!

করোনার দুই ডোজ টিকাগ্রহণকারীদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার এ তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউজের একটি সূত্র। তবে কবে থেকে এ পদক্ষেপ কার্যকর হচ্ছে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, বর্তমান বিধি অনুযায়ী যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক পর্যটকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি রয়েছে। তবে এবার সে বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউজ। বাধ্যতামূলক দুই ডোজ টিকা নেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে তিনদিনের মধ্যে করোনা নেগেটিভের প্রমাণ থাকতে হবে।

গেল বছর জানুয়ারিতে সর্বপ্রথম চীনা নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন প্রশাসন। পরবর্তীতে কালো তালিকায় যুক্ত হয় নতুন নতুন দেশ।

সম্প্রতি করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে করোনা সংক্রমণ বেড়েছে যুক্তরাষ্ট্রে। বিশেষ করে যারা টিকা নেয়নি তাদের মধ্যেই আক্রান্ত হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন যুক্তরাষ্ট্রে | শিথিল | হচ্ছে | ভ্রমণ | নিষেধাজ্ঞা