আর্কাইভ থেকে ফুটবল

সতীর্থদের স্বর্ণের তৈরি আইফোন উপহার দিবেন মেসি

সতীর্থদের স্বর্ণের তৈরি আইফোন উপহার দিবেন মেসি
৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ ঘরে তুলেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। দীর্ঘ অপেক্ষা অবসানের নায়ক মেসি এবার বিশ্বকাপজয়ী সতীর্থদের দিচ্ছেন বিশেষ পুরস্কার। বিশ্বকাপজয়ী দলের সকল ফুটবলার ও স্টাফ মিলিয়ে মোট ৩৫ সদস্যের জন্য ২৪ ক্যারেটের স্বর্ণে মোড়ানো আইফোন অর্ডার করেছেন তিনি। আন্তর্জাতিক কিছু গণমাধ্যমের তথ্য মতে, স্বর্ণের প্রলেপ দেয়া এ আইফোন গুলো ১৪ সিরিজের, যেখানে খোদাই করা রয়েছে তিনটি তারকা, আর্জেন্টিনার ফুটবল সংস্থার লোগো, খেলোয়াড়দের নাম ও জার্সি নম্বর। সেখানে আরও লেখা রয়েছে, বিশ্বকাপ চ্যাম্পিয়ন ২০২২। স্বর্ণ দিয়ে তৈরি এসব আইফোনের পেছনে আর্জেন্টিনার অধিনায়কের খরচ হবে এক লাখ ৭৫ হাজার ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দুই কোটি টাকার উপরে। আইডিজাইন গোল্ড নামে একটি প্রতিষ্ঠান প্রস্তুত করেছে আইফোনগুলো। ক্রীড়া জগতের এ প্রতিষ্ঠান থেকে অনেকেই বিভিন্ন উপহারসামগ্রী তৈরি করেন। ব্রাজিল সুপারস্টার নেইমার জুনিয়র, রোনালদিনহোসহ অনেকেই এই প্রতিষ্ঠান থেকে পছন্দের পণ্য ক্রয় করেছেন। আরও পড়ুনঃ রাতে মাঠে গড়াচ্ছে এল ক্লাসিকো, নেই পুরোনো জৌলুস! প্রতিষ্ঠানটির সিইও বেন লিয়ন্স বলেন, ‘ মেসি আমাদের প্রতিষ্ঠানের সবচেয়ে বিশ্বস্ত গ্রাহকদের একজন। বিশ্বকাপ ফাইনালের দুই মাস পরে অনন্য উপহারের ধারণা চেয়ে মেসি আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। আমরা তাকে স্বর্ণের এ আইফোনের ধারণা দেই, এটি তার খুব পছন্দ হয়। তারপর আমরা সেগুলো প্রস্তুত করি।’  

এ সম্পর্কিত আরও পড়ুন সতীর্থদের | স্বর্ণের | তৈরি | আইফোন | উপহার | দিবেন | মেসি