আর্কাইভ থেকে তথ্য-প্রযুক্তি

স্বপ্ন দেখেছেন মনে পড়ছে না! রোবটই এঁকে দেবে সেই ছবি

স্বপ্ন দেখেছেন মনে পড়ছে না! রোবটই এঁকে দেবে সেই ছবি
মানুষের মতো কথা বলা থেকে হাতে হাতে এটা ওটা কাজ করা। আধুনিক রোবট কি না পারে! বিজ্ঞানের অত্যাধুনিক গবেষণার ফলে একের পর এক দুঃসাধ্য কাজ করে ফেলছে যন্ত্র। এখন রোবট দিয়ে অস্ত্রপচারও করে ফেলা যায়। তেমনই আরেক অসাধ্য সাধন করতে চলেছে নয়া আবিষ্কৃত একটি রোবট। সম্প্রতি জাপানের দুই বিজ্ঞানী মিলে একটি নতুন যন্ত্র আবিষ্কার করেছেন‌। সেই যন্ত্রই কামাল করবে এবার। আমাদের মনে মাঝে মাঝে নানারকম ছবি ভেসে ওঠে। সেই ছবিগুলি যে খুব স্পষ্টভাবে বোঝা যায়, তেমনটাও নয়। নতুন আবিষ্কৃত যন্ত্রের দৌলতে পরিষ্কার দেখা যাবে সেই সব ছবি! আমাদের মন কী ভাবছে, কোনও কিছু নিয়ে কীভাবে মনে মনে ছবি আঁকছে তা হুবহু এঁকে দেবে এই যন্ত্র। মনের নানা ছবির মতোই স্বপ্নেও আমরা নানা দৃশ্য দেখি। ঘুম ভাঙলে সেই দৃশ্যের কথা আর মনে থাকে না। আবছা হয়ে আসে। খুব বাজে দুঃস্বপ্ন হলে শুধু ঘটনাটা মনে থাকে। সব ছবিগুলো স্পষ্ট করে মনে পড়ে না। তবে জাপানি রোবট সে সব ছবিও উদ্ধার করতে জানে। মেশিন চালালেই কী স্বপ্ন দেখে আপনি ভয় পেয়েছেন তা তৎক্ষণাৎ বলে দেবে। কীভাবে কাজ করে এই যন্ত্র? জাপানের দুই বিজ্ঞানী শিনজি নিশিমোতো আর ইউ তাকাগি তৈরি করেছেন এই বিশেষ যন্ত্র। নতুন রোবটটি মস্তিষ্কের ক্রিয়াকলাপ অবিকল ছবি তুলতে পারে। এর বিশেষ সেন্সরের মাধ্যমে মস্তিষ্ক থেকে সব ভাবনার ছবি নকল করে নেয়‌ রোবটটি। এরপর নিজের উচ্চক্ষমতা সম্পন্ন প্রক্রিয়া মারফত ভালো মানের ছবিতে পাল্টে দেয়। তাতেই ধরা পড়ে মনে বা মস্তিষ্কে ঠিক কেমন ছবি ফুটে উঠেছিল।

এ সম্পর্কিত আরও পড়ুন স্বপ্ন | দেখেছেন | মনে | পড়ছে | রোবটই | এঁকে | দেবে | ছবি