আর্কাইভ থেকে ক্রিকেট

প্রস্তুতি ম্যাচে আইরিশদের কাছে হারলো বিসিবি একাদশ

প্রস্তুতি ম্যাচে আইরিশদের কাছে হারলো বিসিবি একাদশ
বাংলাদেশ সফরে একমাত্র প্রস্তুতি ম্যাচে সফরকারী আয়ারল্যান্ডের কাছে হেরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ। আইরিশদের কাছে বৃষ্টি আইনে ৭৭ রানে হারে ইয়াসির-সৌম্যরা। আজ বুধবার (১৫ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় ম্যাচটি। খেলায় টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেয় বিসিবি একাদশ। বৃষ্টি ও বৈরি আবহাওয়ার কারনে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ৪০ ওভারে। শুরুতে ব্যাট করতে নেমে ২৬ ওভার শেষে ৪ উইকেটে ১৩৫ রান তুলে আয়ারল্যান্ড। ওপেনার পল স্ট্রার্লিং ৫৪ ও স্টিফেন ডোহানি করেন ৩০ রান। মিডল-অর্ডারে ব্যাট হাতে ঝড় তুলে ইনিংসের শেষ পর্যন্ত খেলে ৪৯ বলে ৭৫ রান করেন কার্টিস ক্যাম্পার। এছাড়াও শেষ দিকে ৪টি চার ও ২টি ছক্কায় ২৫ বলে ৩৬ রান করেন গেরেথ ডিলানি। ৪০ ওভারে শেষে ৬ উইকেটে হারিয়ে ২৫৫ রানের বড় সংগ্রহ করে আয়ারল্যান্ড। ২৫৯ রানের লক্ষ্যে ভালো শুরুর করেছিলেন বিসিবি একাদশের দুই ওপেনার জাকির হাসান ও সৌম্য সরকার। ৪০ বলে গড়েন ৩৫ রানের জুটি। ওপেনিং জুটি ভেঙ্গে গেলে মিডল-অর্ডার ব্যাটাররা ব্যর্থ হন বড় ইনিংস খেলতে। আশফাক আহমেদ ১৮, শাহাদাত হোসেন ২ ও অধিনায়ক ইয়াসির আলি ৩ রান করেন। স্বাচ্ছেন্দ্যে খেলতে থাকা সৌম্য থামেন ৪৮ রানে। শেষ পর্যন্ত ৩২ দশমিক ১ ওভারে ১৮১ রানে গুটিয়ে যায় বিসিবি একাদশ।

এ সম্পর্কিত আরও পড়ুন প্রস্তুতি | ম্যাচে | আইরিশদের | কাছে | হারলো | বিসিবি | একাদশ