আর্কাইভ থেকে ফুটবল

হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশকে করতালি দিয়ে আর্জেন্টিনার অভিনন্দন

হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশকে করতালি দিয়ে আর্জেন্টিনার অভিনন্দন
দেশের জনপ্রিয় খেলা হাডুডু বা কাবাডি দিন দিন ক্রিকেট ফুটবলের আড়ালে ঢাকা পরলেও, এই খেলায় যে লাল সবুজের দেশটিই সেরা তা প্রমাণ হলো আরও একবার। টানা তৃতীয় বারের মতো চ্যাম্পিয়ন হবার কৃতিত্ব অর্জন করলো বাংলাদাশে। মঙ্গলবার পল্টনের শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে হাজার তিনেক দর্শক হতাশ করেনি বাংলাদেশ। ফেবারিটদের মতোই প্রথমাবারের মতো খেলতে আসা চীনা তাইপেকে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির ফাইনালে হারিয়ে শিরোপা জয় করে তুহিন- আরদুজ্জামানরা। টুর্নামেন্টের শুরু থেকেই যেন একই ছন্দে খেলেছে বাংলাদেশ। ৭ ম্যাচে অপরাজিত থেকে ফাইনালে উঠেছে স্বাগতিকরা। তবে ফাইনালে শুরুর দিকে অবশ্য চীনা তাইপে সমানে সমান লাড়াই করেছে বাংলাদেশের সঙ্গে। ম্যাচের একটা পর্যায়ে চীনা তাইপের পয়েন্ট ছিল ৯, বাংলাদেশের ৮।  তবে সময় যত গড়িয়েছে, বাংলাদেশের খেলোয়াড়রা নিজদের খোলস ছেড়ে বেরিয়েছে। একের পর এক পয়েন্ট তুলে নিতে থাকে লাল সবুজের জার্সিধারীরা। প্রথমার্ধ শেষে ২০-১৪ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় বাংলাদেশ। শেষ পর্যন্ত তিনটি লোনাসহ ৪২-২৮ পয়েন্টে জয় তুলে নেয় বাংলাদেশ। খেলা শেষে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে নিয়ে কাবাডি কোর্টের চারপাশ প্রদক্ষিণ করেন খেলোয়াড়েরা। গ্যালারিতে বসে ফাইনাল দেখেছেন এই টুর্নামেন্টে অংশ নিতে আসা আর্জেন্টিনা কাবাডি দলের খেলোয়াড়েরা। লিওনেল মেসির দেশের খেলোয়াড়েরা ম্যাচ শেষে তুমুল করতালি দিয়ে অভিনন্দন জানিয়েছে দুই দলকেই। সেই সঙ্গে ফাইনালে উঠায় এশিয়ার দেশ হিসেবে কাবাডির বিশ্বকাপের আসর নিশ্চিত করেছে বাংলাদেশ ও চীনা তাইপে। তিন আসরে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ কাবাডি দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেন, ‘বঙ্গবন্ধুর নামের আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ কাবাডি দলের খেলোয়াড়, কোচ, ফেডারেশনের সকল কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই।’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী  আরও বলেন, ‘কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাবাডিকে বাংলাদেশের জাতীয় খেলা ঘোষণা করেছিলেন। বর্তমান কাবাডি ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ এই জাতীয় খেলাটিকে আরো দূরে এগিয়ে নিয়ে যাবে, সে প্রত্যাশা করি।’  

এ সম্পর্কিত আরও পড়ুন হ্যাটট্রিক | চ্যাম্পিয়ন | বাংলাদেশকে | করতালি | দিয়ে | আর্জেন্টিনার | অভিনন্দন