আর্কাইভ থেকে ক্রিকেট

সাকিবের জন্মদিন, পাপন জানতেন না

সাকিবের জন্মদিন, পাপন জানতেন না
বিশ্ব ক্রিকেটে রাজত্ব করা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাটে-বলে তার অসাধারণ পারফরম্যান্সে অসংখ্য ম্যাচে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। শুধু ক্রিকেটার হিসেবে নয় মানুষ হিসেবে মাঠের বাইরেও দুর্দান্ত সাকিব। ২০২০ সালে করোনা মহামারীতে নিজের নামে ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন’ খুলে আর্তমানবতার কল্যাণে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। এবারও বড় উদ্যোগ নিলেন দেশের ক্রিকেটাঙ্গনের এই প্রাণভোমরা। বিশ্বজুড়ে দিনদিন ক্যানসার আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে। বাংলাদেশও এর বাহিরে না। এই রোগের চিকিৎসার খবর ধনী-গরিব সবারই জানা। আর সেই চিন্তা থেকেই শুক্রবার (২৪ মার্চ) দেশের ক্রিকেটারের এই পোস্টারবয় প্রতিষ্ঠা করলেন নিজের নামে ক্যানসার ফাউন্ডেশন ‘সাকিব আল হাসান ক্যানসার ফাউন্ডেশন’। তার এই ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ওষুধ শিল্প সমিতির সভাপতি হিসেবে সাকিবের ফাউন্ডেশনকে সাহায্য করার আশ্বাস দেন পাপন। একই সাথে তিনি জানান, এদিনই সাকিবের জন্মদিন সেটি জানতেন না তিনি। সাকিবের জন্মদিন প্রসঙ্গে বিসিবি বস বলেন, ‘সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে (২৪ মার্চ) সাকিবের জন্মদিন। আমি জানতাম না। এটা একটা বড় দিন। আমার জানা উচিত ছিল কিন্তু আমি জানতাম না। এমন একটা দিনে এ ধরনের প্রোগ্রাম আমি মনে করি এর চেয়ে ভালো দিন আর হতে পারে না।’ সাকিবের ক্যানসার ফাউন্ডেশনকে ওষুধ দিয়ে সহায়তার ব্যাপারে আশ্বাস দিয়ে পাপন বলেন, ‘আমি এটাই বলবো সাকিবের এই উদ্যোগটা একটা মহতী উদ্যোগ। যেখানে যা লাগে, যে কোনো সময় অবশ্যই আমাদের সাহায্য থাকবে। একটা সুবিধা আছে আমি আবার ওষুধ শিল্প সমিতিরও সভাপতি। যারা ওষুধ বানাচ্ছি বাংলাদেশে, তারা সাকিবের এই প্রতিষ্ঠানকে যখন যা দরকার সাহায্য করবে। আমার তরফ থেকে এটার সঙ্গে যারা যারা জড়িত সবাই পূর্ণ সমর্থন সবসময় পাবে।’    

এ সম্পর্কিত আরও পড়ুন সাকিবের | জন্মদিন | পাপন | জানতেন