আর্কাইভ থেকে করোনা ভাইরাস

করোনাকালীন জরুরি অবস্থা তুলে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনাকালীন জরুরি অবস্থা তুলে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
করোনা মহামারিকে কেন্দ্র করে বিশ্বব্যাপী যে স্বাস্থ্যবিষয়ক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল তা তুলে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। প্রায় তিন বছর পর এই ঘোষণা দেয়া হলো। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। আজ শুক্রবার (৫ মে) এক বিবৃতিতে এ ঘোষণা দেয় ডব্লিউএইচও। এতে জানানো হয়, এখন আর স্বাস্থ্য জরুরি অবস্থা দীর্ঘ করার প্রয়োজন নেই।সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস নিজে এই ঘোষণা দিয়েছেন। সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মূল কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গেব্রিয়েসুস বলেন, বড় আশা নিয়ে আজ আমি করোনা মহামারি সংক্রান্ত বৈশ্বিক স্বাস্থ্যগত জরুরি অবস্থার অবসান ঘোষণা করছি। প্রত্যাশা করছি, আমাদের সামনের দিনগুলো সুন্দর ও নিরাপদ হবে।’ ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে। তারপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানিয়েছেন, করোনা ভাইরাসে বিশ্বব্যাপী ৭০ লাখ মানুষ মারা গেছে। তবে তিনি এও স্বীকার করেন, করোনা মহামারিতে প্রকৃতপক্ষে বিশ্বে ২ কোটি মানুষের মৃত্যু হয়েছে। কারণ বিশ্বের বিভিন্ন দেশে সরকারিভাবে করোনায় প্রকৃত মৃত্যুর সংখ্যা গোপন করা হয়। একই সঙ্গে তিনি করোনাকে হুমকি হিসেবে উল্লেখ করেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন করোনাকালীন | জরুরি | অবস্থা | তুলে | নিয়েছে | বিশ্ব | স্বাস্থ্য | সংস্থা