আর্কাইভ থেকে দেশজুড়ে

আওয়ামী লীগ নেতা মোরশেদ আলমের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে উত্তাল সেনবাগ

আওয়ামী লীগ নেতা মোরশেদ আলমের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে উত্তাল সেনবাগ
নোয়াখালীর সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলমের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিলে উত্তাল সেনবাগ। আজ রোববার (৪ জুন) সেনবাগ উপজেলার ৪ নম্বর কাদরা ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে। বিক্ষোভ মিছিল ও সমাবেশে সেনবাগ পৌর আওয়ামী লীগের সভাপতি আ স ম জাকারিয়া আল মামুন, সাধারণ সম্পাদক শাহাজাহান পাটোয়ারী, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ওরফে ভিপি দুলাল ও কামাল উদ্দিন চৌধুরীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া সেনবাগ পৌরসভা, কেশারপাড়, কাবিলপুর, মোহাম্মদপুর, নবীপুর, ছাতারপাইয়া ও অজুর্নতনতলাসহ বিভিন্ন ইউনিয়নে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় তারা ‘মোরশেদ আলম ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ স্লোগান দেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন, আলহাজ মোরশেদ আলমের বিরুদ্ধে যারা কটূক্তি করে অপপ্রচার চালাচ্ছেন, তাদের উদ্দেশ্য কখনও সফল হবে না। কারও বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে, তাকে দাবিয়ে রাখতে পারবেন না। আর আমরা নৌকার সঙ্গে আগেও ছিলাম, ভবিষ্যতেও থাকব। তারা আরও বলেন, রাজনীতির মাঠে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছেন আলহাজ মোরশেদ আলম। আজ তার বিরুদ্ধে আপনারা অপপ্রচার চালাচ্ছেন। আপনাদের এই অপপ্রচার সফল হবে না। কারণ, তিনি সংসদ সদস্য হওয়ার পর থেকে যেভাবে কাজ করেছেন; তাতে এলাকায় তিনি উন্নয়নের নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। কাজেই তাকে নিয়ে অপপ্রচার চালানো বন্ধ করুন। উল্লেখ্য, গত ৩ জুন উপজেলার অর্জুনতলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহম্মদ চৌধুরীর বাড়িতে মতবিনিময় সভার নামে আলহাজ মোরশেদ আলম এমপিকে জড়িয়ে মিথ্যা বক্তব্য দেয়া হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন আওয়ামী | লীগ | নেতা | মোরশেদ | আলমের | বিরুদ্ধে | কটূক্তির | প্রতিবাদে | উত্তাল | সেনবাগ