আর্কাইভ থেকে ফুটবল

মিয়ামির অবস্থান নিয়ে মেসিকে ‘খোঁচা’ দিলেন আগুয়েরো

মিয়ামির অবস্থান নিয়ে মেসিকে ‘খোঁচা’ দিলেন আগুয়েরো
দলবদলের নাটকীয়তা শেষে ইউরোপের গল্প চুকিয়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে  যোগ দিচ্ছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন এই তারকার নতুন এই গন্তব্য নিয়ে চলছে নানা রকম আলোচনা। এবার মিয়ামিতে যাওয়া নিয়ে মেসির সঙ্গে মজা করলেন সাবেক আর্জেন্টাইন ফুটবলার ও মেসির সতীর্থ সার্জিও আগুয়েরো। ২০১৮ সালে প্রতিষ্ঠিত হওয়া ইন্টার মিয়ামি মেজর লিগ সকারে ইস্টার্ন কনফারেন্স গ্রুপে পয়েন্ট তালিকার ১৫ নম্বরে আছে। দলটি পয়েন্ট তালিকার তলানিতে থাকার স্ক্রিনশট মেসিকে পাঠিয়ে মজা করেছেন আগুয়েরো। স্ক্রিনশটের ব্যাপারে ইএসপিএনকে আগুয়েরো জানিয়েছেন তিনি মেসি ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার স্ক্রিনশট পাঠিয়েছিলেন এবং মেসিকে বলেছিলেন, তোমার দল অনেক পিছিয়ে। তোমাদের ৮,৯ নম্বরে উঠে আসতে হবে। আগুয়েরোর কথা শুনে মেসি হতাশ হয়ে যান। এরপর মেসি বলেন তাদের প্লে অফ খেলতে হবে। ১৬ ম্যাচ খেলে মায়ামির এখন পর্যন্ত পয়েন্ট সংখ্যা ১৫। দলটির বাকি আছে এখনো ১৮ ম্যাচ। আগামী ২১ জুলাই দলের সঙ্গে যোগ দিতে পারেন মেসি। ততদিনে লিগে মিয়ামির বাকি থাকবে ১২ ম্যাচ। এ ম্যাচগুলোতে টেবিলের শীর্ষে পৌঁছে সাপোর্টার্স শিল্ডস জয় করে নেওয়া একেবারেই অসম্ভব মেসির জন্য। তবে আগামী নভেম্বর-ডিসেম্বরে এমএলএস  কাপের লড়াইয়ে থাকতে হলে দলটিকে টেবিলের সেরা নয়ে উঠতে হবে। আপাতত আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী অধিনায়কের এটাই বড় চ্যালেঞ্জ।      

এ সম্পর্কিত আরও পড়ুন মিয়ামির | অবস্থান | নিয়ে | মেসিকে | খোঁচা | দিলেন | আগুয়েরো