আর্কাইভ থেকে ক্রিকেট

টেস্ট ম্যাচের আগে টাইগার শিবিরে অস্বস্তির খবর

টেস্ট ম্যাচের আগে টাইগার শিবিরে অস্বস্তির খবর
আফগানিস্তানের বিপক্ষে আগামী ১৪ জুন সিরিজের একমাত্র টেস্ট ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে চোট পাওয়ার কারণে এই টেস্ট ম্যাচ থেকে ছিটকে গেছেন টাইগারদের নিয়মিত টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। তিনি ফিরবেন ওয়ানডে সিরিজের ম্যাচে। তবে এবার টেস্ট ম্যাচের আগে টাইগার শিবিরে দেখা দিয়েছে নতুন করে অস্বস্তি। টাইগার ওপেনার তামিম ইকবালের দেখা দিয়েছে পুরোনো ব্যাক পেইন। এছাড়া জ্বরে আক্রান্ত রয়েছেন সাকিবের পরিবর্তে এ সিরিজে টাইগারদের নেতৃত্ব দেওয়া লিটন কুমার দাসও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী নিশ্চিত করেছেন তামিম-লিটনকে নিয়ে অস্বস্তির খবরটি। শুক্রবার (১০ জুন) তামিমের বর্তমানে অবস্থা নিয়ে প্রধান চিকিৎসক জানান, ‘তামিমের একটা ব্যাক প্রবলেম আছে। এটা আগের, নতুন কিছু না। মাঝে মাঝে ব্যথা করে, আবার ঠিক হয়। ওভাবেই আছে আর কি এখনো। আজকেও তামিমকে পর্যবেক্ষণ করা হয়েছে। এখনো ব্যথা আছে।’ গেল বৃহস্পতিবার থেকেই ব্যাক পেইনের জন্য দলের সঙ্গে অনুশীলন করছে না তামিম। জানা গেছে, ব্যথার কারণে টাইগারদের ওপেনার আছেন বিশ্রামে, তাকে পর্যবেক্ষণ করছে মেডিক্যাল টিম। তবে আশা করা হচ্ছে টেস্ট ম্যাচের আগে সুস্থ হয়ে উঠবেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক।  

এ সম্পর্কিত আরও পড়ুন টেস্ট | ম্যাচের | আগে | টাইগার | শিবিরে | অস্বস্তির | খবর