আর্কাইভ থেকে দেশজুড়ে

এজেন্টদের ঢুকতে না দেয়ার অভিযোগ স্বতন্ত্রপ্রার্থীর

এজেন্টদের ঢুকতে না দেয়ার অভিযোগ স্বতন্ত্রপ্রার্থীর
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে এজেন্টদের ঢুকতে না দেয়ার অভিযোগ করেছেন টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী কামরুল আহসান রুপন। সোমবার (১২ জুন) সকাল সাড়ে ৯টায় এ অভিযোগ করেন তিনি। তিনি বলেন, এখন পর্যন্ত যেটুকু জানি দুটি কেন্দ্রে আমার এজেন্টদের ঢুকতে দেয়া হয়নি। তারা বলেছেন এজেন্ট কার্ডে প্রার্থীর স্বাক্ষর না থাকায় তাদের ঢুকতে দেয়া হয়নি। কিন্তু আমার প্রধান নির্বাচনী এজেন্টের স্বাক্ষর রয়েছে সেখানে। পরে খবর পেয়ে আমার প্রধান নির্বাচনী এজেন্টকে পাঠানো হয়েছে। রুপন আরও বলেন, মানুষ যদি সুষ্ঠু ভাবে ভোট দিতে পারে তাহলে আমি জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী। যদি ফলাফল চাপিয়ে দেয়া না হয় তাহলে যেকোনো ফলাফল আমি মেনে নেব। উল্লেখ্য, সোমবার (১২ জুন) সকাল ৮ টা থেকে নগরের ৩০ টি ওয়ার্ডের ১২৬ টি কেন্দ্রের ৮৯৪ টি বুথে একযোগে ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। কেএস

এ সম্পর্কিত আরও পড়ুন এজেন্টদের | ঢুকতে | দেয়ার | অভিযোগ | স্বতন্ত্রপ্রার্থীর