দেশজুড়ে

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভূমিদস্যুতার অভিযোগে প্রতিবাদ সভা

শাকিল আহম্মেদ, রূপগঞ্জ প্রতিনিধি

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ আলীসহ ভূমিদস্যুদের বিচার চেয়ে প্রতিবাদসভা করেছেন স্থানীয়রা। 

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের মাঠে এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলমাছ মিয়া। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট গোলজার হোসেন,কায়েতপাড়া ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক শাহ আলম পাপ্পু, উপজেলা যুবদলের সদস্য সচীব নুর হোসেন বাবুল, কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল নাসের, সাধারণ সম্পাদক মোঃ মামুন মিয়া, রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু বক্কর, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরুল হাসান, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল বাকি আবির, ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইসরাফিল,৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি আক্তার হোসেন,সাধারণ সম্পাদক তারেক মিয়া, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি মনির হোসেন, ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।


কেএস//