আর্কাইভ থেকে ক্রিকেট

টেস্ট চ্যাম্পিয়নশিপে হারের পর এবার শতভাগ জরিমানা ভারতের

টেস্ট চ্যাম্পিয়নশিপে হারের পর এবার শতভাগ জরিমানা ভারতের
টানা দুইবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলেও স্বপ্নভঙ্গ হয়েছে ভারতে। ২০৯ রানে ভারতকে উড়িয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে অস্ট্রেলিয়া। ফাইনালে অজিদের সঙ্গে হারের পর আরও এবার বড় দুঃসংবাদ পেল রোহিত শর্মারা। নানান সমালোচনার শিকারের সঙ্গে সঙ্গে আইসিসির শাস্তি পেতে হলো ভারতীয় ক্রিকেটারদের। এ শাস্তির কারণে ফাইনাল থেকে কোনো অর্থই পাবেন না ভারতীয় ক্রিকেটাররা। স্লো ওভার রেটের কারণে জরিমানার কবলে পড়েছে পুরো দল। ম্যাচ ফি’র পুরোটাই জরিমানা দিতে হবে ভারতকে। ফাইনাল জয়ী অস্ট্রেলিয়াও শাস্তি থেকে বাদ যায়নি। তাদেরকেও পড়তে হয়েছে জরিমানার মুখে। আইসিসির আচরণবিধির ২ দশমিক ২ ধারা অনুযায়ী, কোনো দল নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার বোলিং করা পিছিয়ে থাকলে দলের সবার ম্যাচ ফি’র ২০ শতাংশ করে জরিমানা করা হয়। ফাইনালে নির্ধারিত সময়ের মধ্যে ৫ ওভার কম করায় রোহিতের ম্যাচ ফির পুরোটাই জরিমানা করা হয়েছে। আর অজিরা জরিমানার শিকার হয়েছেন ম্যাচ ফি’র ৮০ শতাংশ। দলগত শাস্তির পাশাপাশি ভারতীয় ওপেনার শুভমন গিলকেও জরিমানা করেছেন রেফারি। ম্যাচের চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার ১৫ মিনিট পরই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আউট নিয়ে একটি পোস্ট দেন এই তরুণ ওপেনার। সেই পোস্টে ক্যামেরন গ্রিনের তাঁর ক্যাচ নেওয়ার ছবির সঙ্গে দুটি আতশি কাচের ইমোজি দেন গিল। এ ঘটনায় গিলকে ‘আন্তর্জাতিক ম্যাচের সঙ্গে সম্পর্কিত ঘটনায় প্রকাশ্য সমালোচনা বা অযাচিত মন্তব্যে’র ধারায় শাস্তি প্রদান করা হয়েছে। লেভেল ওয়ান পর্যায়ের আচরণবিধি ভঙ্গের দায়ে তাঁকে জরিমানা করা হয়েছে ম্যাচ ফির ১৫ শতাংশ।    

এ সম্পর্কিত আরও পড়ুন টেস্ট | চ্যাম্পিয়নশিপে | হারের | এবার | শতভাগ | জরিমানা | ভারতের