আর্কাইভ থেকে টলিউড

চোখ ধাঁধানো স্টাইলিংয়ে তারা টেক্কা দিতে পারেন আজও

চোখ ধাঁধানো স্টাইলিংয়ে তারা টেক্কা দিতে পারেন আজও
টলিপাড়ার বং-ডিভারা বারবার মুগ্ধ করে ভক্তদের। অভিনেত্রীদের স্টাইলিং এবং ফ্যাশন স্টেটমেন্ট দেখে প্রশংসা করতে ইচ্ছে করে প্রত্যেকের। তবে টলিপাড়ার সুন্দরীদের মধ্যে এমন বেশ কয়েকজন অভিনেত্রীও আছেন, যাদের গ্ল্যামার দেখে কোনওভাবেই বয়স বোঝার উপায় নেই। চোখ ধাঁধানো স্টাইলিংয়ে বলে বলে টেক্কা দিতে পারেন তরুণীদের। এমনই চার অভিনেত্রীর সেরা লুক ফিরে দেখব আমরা, যাঁদের লাস্যে মুগ্ধ হয়ে থাকেন অনুরাগীরা! স্বস্তিকা পান্না সবুজ রঙের এই শাড়িতে চমৎকার দেখাচ্ছে স্বস্তিকা মুখার্জী। তার বোল্ড ব্যক্তিত্বও যেমন সবার নজর কাড়ে, তেমনই বোল্ড স্টাইলিংয়েও তিনি মুগ্ধ করেছেন। এই লুকটি ক্রিয়েট করার জন্যে স্বস্তিকা মুখোপাধ্যায় একটি সবুজ শাড়ি বেছে নিয়েছিলেন। এই শাড়ির পাড়ে সিকুইন ফ্রিঞ্জ ডিটেলিং যোগ করা হয়েছিল। বহুরূপী শান্তিনিকেতনের সংগ্রহ থেকে এই শাড়িটি বেছে নিয়েছিলেন স্বস্তিকা। এর সঙ্গে প্লাঙ্গিং নেকলাইনের ব্লাউজ পরেছিলেন। মনোক্রম্যাটিক এই ব্লাউজের উপরে কাটদানা ওয়ার্ক করা হয়েছিল। কাট আউট স্লিভ লুকে দিয়েছিল হট টাচ! অপূর্ব দেখাচ্ছিল অভিনেত্রীকে। পাওলি চোখের জাদুতে অনুরাগীদের মন জয় করেছেন অভিনেত্রী পাওলি। তার সাবলীল অভিনয় এবং ব্যক্তিত্বের জন্যে অনেকেই তাকে খুব পছন্দ করেন। এই লুকটি ক্রিয়েট করতে লাল রঙের এই শাড়ি বেছে নিয়েছিলেন পাওলি। কলকাতা চলচ্চিত্র উৎসবে গত বছর এই সাজে দেখা গিয়েছিল তাকে। রাইমা কালো রঙের এই শাড়িতে স্বপ্নসুন্দরী হয়ে উঠেছিলেন রাইমা। কালো শাড়ির বর্ডারে সরু গোল্ডেন ডিটেলিং যোগ করা হয়েছিল। রাইমাকে বেশ দেখাচ্ছিল কিন্তু! শাড়িতে ছিল রাফেল ডিটেলিংও। শাড়িটির সঙ্গে মানানসই ব্লাউজও পরেছিলেন রাইমা। কাট আউট স্লিভের ব্লাউজের উপর গোল্ডেন ডিটেলিং যোগ করা হয়েছিল। রাইমাকে এতটাই সুন্দর দেখাচ্ছিল যে, তাঁকে দেখে মুগ্ধ হবেন আপনিও। জয়া ঢালিউডের অভিনেত্রী হলেও টলিগঞ্জেও তার প্রচুর অনুরাগী রয়েছেন। একাধিক ভারতীয় ছবিতে কাজ করেছেন জয়া। ৪০ ছুঁইছুঁই জয়ার গ্লামার দেখে অবাক হয়ে যান সবাই। সম্প্রতি একটি ঢাকাই শাড়িতে ফটোশ্যুট করেন জয়া আহসান। ফিনফিনে পাতলা শাড়িতে জয়ার আগুন লুক চুটকিতেই টেক্কা দিতে পারে তরুণীদের। স্লিভলেস ব্লাউজে জয়াকে অপরূপ দেখাচ্ছিল।

এ সম্পর্কিত আরও পড়ুন চোখ | ধাঁধানো | স্টাইলিংয়ে | টেক্কা | পারেন | আজও