আর্কাইভ থেকে ক্রিকেট

‘সাদা বলে আফগানিস্তান শক্তিশালী দল’

‘সাদা বলে আফগানিস্তান শক্তিশালী দল’
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের সিরিজ জয়ের পর বাংলাদেশের সামনে এখন ওয়ানডে সিরিজ। আগামী ৫ জুলাই থেকে আফগানদের বিপক্ষে সাদা বলে খেলতে নামবে টাইগাররা। আসন্ন সিরিজকে সামনে রেখে আজ  বুধবার (২১ জুলাই) থেকে তিন দিনের অনুশীলন ক্যাম্প শুরু করেছে হাথুরুসিংহের শিষ্যরা। প্রথম দিনের ক্যাম্প শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আফগানিস্তানকে শক্তিশালী মানলেও মিরাজ জানালেন চাপ নেওয়ার কিছু নেই। চাপ থেকে বাংলাদেশ বেরিয়ে আসতে পারে, “সাদা বলে ওরা (আফগানিস্তান) শক্তিশালী, অনেক ভালো দল। ওদের ভালো কিছু স্পিনার আছে। তবে আমরা তাদের সঙ্গে সবসময় জয় পাই। লাস্ট ওয়ানডে সিরিজটাতে ও বিশ্বকাপেও আমরা ওদেরকে হারিয়েছি। ওরা কিছু সময়ের জন্য আমাদেরকে চাপে ফেলে। পরে আবার সেই চাপ থেকে বের হয়ে আসতে পারি।” ভারত বিশ্বকাপের কথা মাথায় রেখে আফগানিস্তান সিরিজটা স্পোর্টিং উইকেটেই খেলার পরিকল্পনা বাংলাদেশের। টাইগার অলরাউন্ডার সেটিও জানালেন, “অবশ্যই আমরা ট্রু উইকেটে খেলবে, যাতে ব্যাটাররা রান করতে পারে। বোলাররা যেন ভালো উইকেটেও উইকেট বের করতে পারে। রান চেক দিতে পারে। আশা করি, আমাদের এই রকমই পরিকল্পনা থাকবে।”  

এ সম্পর্কিত আরও পড়ুন সাদা | বলে | আফগানিস্তান | শক্তিশালী | দল