আর্কাইভ থেকে আন্তর্জাতিক

এক পায়ে হেঁটেই হজ পালনে সৌদিতে শফিক

এক পায়ে হেঁটেই হজ পালনে সৌদিতে শফিক
সড়ক দুর্ঘটনায় এক পা হারিয়ে হজ করার স্বপ্ন হারিয়ে যেতে বসেছিল পাকিস্তানের মুহাম্মদ শফিকের। কিন্তু তার ইচ্ছা শক্তি ও সাহসের কারণে এক পায়ে হেঁটেই হজ করার উদ্দেশ্যে মক্কায় গেছেন মুহাম্মদ শফিক। শনিবার (২৪ জুন) আন্তর্জাতিক সংবাদ সংস্থা সৌদি গেজেট’র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদন থেকে জানা যায়, ক্রাচে ভর দিয়ে সৌদিতে পৌঁছাতে পেরেছেন ৪৩ বছর বয়সী এক পা হারানো এই ব্যক্তি। এক্ষেত্রে তাকে সবচেয়ে বেশি সহায়তা করেছে দৃঢ়তা, অধ্যাবসায় ও সাহসিকতা। মুহাম্মদ শফিক বলেন, ‘পা হারানোর পর হজযাত্রার জন্য আমার উৎসাহ, আশাবাদ ও দৃঢ়তা বেড়ে যায়। ক্রাচে হেলান দিয়ে আমি আমার স্বপ্ন পূরণ করব। আল্লাহর ডাকে এক পায়ে হেঁটে পাকিস্তান থেকে সৌদি আরব এসেছি।’ শফিক আরও বলেন, নিজ চোখে আল্লাহ ঘর কাবা দেখার অনুভূতি প্রকাশ করার মতো না। আমি এখন হজের মূল কার্যক্রম শুরু করার অপেক্ষায় আছি। ক্রাচের সাহায্যে হেঁটে হেঁটে জামারায় পাথর নিক্ষেপসহ সব কাজ সম্পন্ন করব, ইনশাআল্লাহ। আগামী ২৭ জুন পবিত্র হজ শুরু হবে। উল্লেখ্য, মুহাম্মদ শফিক ৩০ বছর আগে এক সড়ক দুর্ঘটনায় বাম পা হারান। কিন্তু এই ভয়াবহ দুর্ঘটনা তার হজ পালনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। গত কয়েক বছর ধরে কঠোর পরিশ্রম করে হজের জন্য অর্থ জমান তিনি। হজ পালন করার সেই স্বপ্ন পূরণের পথে তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন এক | পায়ে | হেঁটেই | হজ | পালনে | সৌদিতে | শফিক