আর্কাইভ থেকে বাংলাদেশ

২৪ ঘণ্টায় শনাক্ত ৮৪০৭, ১০ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় শনাক্ত ৮৪০৭, ১০ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। করোনায় ২৪ ঘণ্টায় দেশে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে শনাক্ত হয়েছেন আরও ৮ হাজার ৪০৭ জনের। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২৩ দশমিক ৯৮ শতাংশে।

এ নিয়ে দেশে করোনা শনাক্ত বেড়ে দাঁড়ালো ১৬ লাখ ৩২ হাজার ৭৯৪ জনে। দেশে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮ হাজার ১৬৪ জনের।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৪৭৫ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৫৩ হাজার ৭৯৫ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৩ দশমিক ৯৮ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৬৯ শতাংশ। সুস্থতার হার ৯৫ দশমিক ১৬ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৭২ শতাংশ।

করোনায় ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৮ জন পুরুষ, ২ জন নারী। মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৭ জন, চট্টগ্রাম বিভাগের ১ জন, খুলনা বিভাগের ১ জন এবং ময়মনসিংহ বিভাগের ১ জন। গত ২৪ ঘণ্টায় রাজশাহী, সিলেট, রংপুর ও বরিশাল বিভাগে করোনায় কারও মৃত‌্যুর খবর পাওয়া যায়নি।  

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। করোনায় দেশে প্রথম মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ।

এস 

এ সম্পর্কিত আরও পড়ুন ২৪ | ঘণ্টায় | শনাক্ত | ৮৪০৭ | ১০ | জনের | মৃত্যু